নিজস্ব প্রতিবেদন: 'পশ্চিমবঙ্গে হিংসার নেত্রী মাননীয়া ও তাঁর সরকার। মাননীয়ার প্রশাসন আমার ফোন ট্যাপ করছে'। তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্টতই বললেন, 'হোয়াটসঅ্যাপ ও ফেসটাইম ছাড়া আমার কথা বলার উপায় নেই। রাজ্যের ছোটখাটো বিজেপি নেতাদেরও ফোন ট্যাপ করছে সরকার'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন কার্যত গোটা দেশজুড়ে ২১ জুলাই পালন করল তৃণমূল। ভার্চুয়াল মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনা গেল ত্রিপুরা, অসম, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। পাল্টা শ্রদ্ধাঞ্জলী দিবস পালন করল বিজেপিও। দিল্লির রাজঘাটে দলের সাংসদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছিলেন দিলীপ ঘোষ।


আরও পড়ুন: 'ফোন ট্যাপিংয়ের কথা বলছে', 'গদ্দার' Suvendu-র রাজনৈতিক বিদায়ের হুঁশিয়ারি Mamata-র


কলকাতার হেস্টিংসে বিজেপি কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 'ভোট পরবর্তী হিংসা'য় নিহত কর্মীদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। বলেন, 'আজকের দিনটিতে পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। নির্বাচনের পর ২ মে থেকে রাজ্যে গণতন্ত্র রক্ষায় প্রথম শহিদদের উদ্দেশে আজ আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট পেশ করেছে তাতেই পশ্চিমবঙ্গের অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছে। গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট হয়ে গিয়েছে'।


আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী হোক Mamata', মন থেকে চান শহিদের স্ত্রী মাধবী দাস


এদিকে শহিদ দিবসের ভাষণে নাম না করে ফের শুভেন্দুকে 'গদ্দার' অ্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, 'গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে। এটা আমি বিশ্বাস করি। আর বিজেপি পার্টিতে গদ্দারদের জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। কারণ ওরা সভ্যতা জানে না। সংস্কৃতি জানে না। এভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দেয়।'


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)