'ফোন ট্যাপিংয়ের কথা বলছে', 'গদ্দার' Suvendu-র রাজনৈতিক বিদায়ের হুঁশিয়ারি Mamata-র

'গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে,' নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) নিশানা মমতার (Mamata Banerjee)। 

Updated By: Jul 21, 2021, 05:11 PM IST
'ফোন ট্যাপিংয়ের কথা বলছে', 'গদ্দার' Suvendu-র রাজনৈতিক বিদায়ের হুঁশিয়ারি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দুর নাম না নিয়ে 'গদ্দার' আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে শিশিরপুত্রের 'ফোন রেকর্ডিং' নিয়ে সাম্প্রতিক মন্তব্যকেও হাতিয়ার করেন তৃণমূল নেত্রী। 

সোমবার তমলুকে পুলিসের উদ্দেশে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুমকি দেন,'চটিমণি, পিসিমণি কেউ বাঁচাতে পারবে না। ভাইপোর অফিস থেকে যাঁরা ফোন করে আপনাকে, প্রত্যেকটা কল রের্কডিং আছে। আপনাদের হাতে রাজ্য সরকার থাকলে আমাদের হাতে কেন্দ্রীয় সরকার আছে।' ওই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'নির্বাচন পেরিয়ে এসে অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, সেই গদ্দারদের মনে রাখবেন। অনেক গদ্দার আছে মুখে বড় বড় কথা বলছে। আবার ফোন ট্যাপিংয়ের কথাও বলছে।' 

তাঁর হুঁশিয়ারি,'গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে। এটা আমি বিশ্বাস করি। আর বিজেপি পার্টিতে গদ্দারদের জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। কারণ ওরা সভ্যতা জানে না। সংস্কৃতি জানে না। এভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দেয়।'          

'পেগাসাস'কে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন মমতা (Mamata Banerjee)। বিজেপি বিরোধী সকলকে এগিয়ে আসার আহ্বান করেন। তৃণমূল নেত্রীর বার্তা,'নির্বাচনের আগে আমি, পিকে, অভিষেক বসে মিটিং করেছি। কী করেছে ওরা? রেকর্ডিং করে নিয়েছে। মিটিংয়ে অডিয়ো ছিল। ভিডিয়ো ছিল না। সভায় কী আলোচনা করেছি পেগাসাসে পুরো রেকর্ডিং করে নিয়ে নিয়েছে। জীবনভর এভাবেই ভোটে লড়বেন, জনতা ভোট দেবে, এত সোজা নয়! আমি সমস্ত রাজনৈতিক দলকে সম্মান করি। সামাজিক সংস্থা, পড়ুয়া সমাজ. শিক্ষা সংগঠন, কলেজকে বলছি এগিয়ে আসুন। ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে একদিন ঠিক সাফল্য পাব।'   

আরও পড়ুন- আগামী ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' ঘোষণা Mamata-র;২৪-র বার্তা,'রাজ্যে রাজ্যে খেলা হবে'

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.