নিজস্ব প্রতিবেদন: দিনভর ঠাঁসা কর্মসূচি থাকায় সোমবার CID দফতরে হাজিরা দেননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikeri)। তবে সূত্রের খবর, সোমবারই দিল্লি যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। ঠিক কী কারণে তিনি দিল্লি যেতে পারেন, সেই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikeri)। এমনকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও দিল্লিতে কথা বলতে পারেন।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার দুপুরে বিষ্ণুপুরে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সেরে সন্ধ্যায় দিল্লি যেতে পারেন শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। কমিশনের তরফে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরেই, তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি প্রশ্ন করেছিলেন, 'নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে  দেশের মধ্যে কেন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল।' এই বিষয়ে আইনের সাহায্যে নেওয়ার ইঙ্গিত দেন তিনি।


আরও পড়ুন: Suvendu Adhikari: CID-র হাজিরা এড়ালেন শুভেন্দু, ই-মেলে জানালেন " আজ আসতে পারব না"


আরও পড়ুন: Kolkata Metro: সোমবার থেকে রাত ৯.৩০ পর্যন্ত চলবে মেট্রো, বাড়ছে ট্রেনের সংখ্যাও


সূত্রের খবর, সোমবার দিল্লি গেলে হয়ত সেই আইনি পথে হাঁটার রাস্তা সুগম করে আসবেন শুভেন্দু (Suvendu Adhikeri)। ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। এমনকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও দিল্লিতে কথা বলতে পারেন তিনি।