Kolkata Metro: সোমবার থেকে রাত ৯.৩০ পর্যন্ত চলবে মেট্রো, বাড়ছে ট্রেনের সংখ্যাও
Sep 06, 2021, 07:57 AM IST
1/6
কলকাতা মেট্রো
করোনা আবহে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ট্রেনের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে কলকাতা মেট্রো রেল পরিষেবা। সোমবার থেকে তাই বাড়তে চলেছে শেষ মেট্রোর সময়সীমা। বাড়ছে ট্রেনের সংখ্যাও।
2/6
মেট্রোর সংখ্যা বাড়ছে
এতদিন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাচ্ছিল রাত ৯টায়। সোমবার থেকে তা বাড়িয়ে করা হচ্ছে রাত ৯.৩০ মিনিট। দক্ষিণেশ্বরে শেষ মেট্রো মিলবে রাত ৯.১৮ মিনিটে।
photos
TRENDING NOW
3/6
পুজোর আগে বাড়ছে ট্রেন
পুজোর আগে পরিষেবা স্বাভাবিক করতে এই পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। উত্তর-দক্ষিণ মেট্রোয় রোজ ২৪০টি করে পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। সোমবার থেকে তা বেড়ে হবে ২৪৬।
4/6
আড়াই লক্ষ যাত্রী
মেট্রো রেল কর্তৃপক্ষের কথায়, অফিস-যাত্রীদের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। এখন প্রতিদিন প্রায় আড়াই লাখ যাত্রী মেট্রোয় যাতায়াত করছেন। তাছাড়া পুজো আসছে। পুজোর কেনাকাটায় মানুষের ভিড় বাড়ছে। তাই মেট্রোর সংখ্যা আর সময়সীমা বাড়ানো হচ্ছে।
5/6
স্পেশাল মেট্রো
শনিবার চলত ১৭৮টি স্পেশাল মেট্রো। তা ৬টি বাড়ানো হল। এই ট্রেনে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা উঠতে পারবেন। রবিবার চলেছে ১১৬টি স্পেশাল ট্রেন।
6/6
৫ মিনিট অন্তর ট্রেন
সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। এর মধ্যে ১৬৭টি ট্রেন চলাচল করবে কবি সুভাষ ও দক্ষিণশ্বরের মধ্যে। এখনই কোনও টোকেন পরিষেবা চালু হচ্ছে না। স্মার্ট কার্ডে মেট্রো-সফর করতে হবে যাত্রীদের।