দুধেল গাইরা চটে গেলে ভোটব্যাঙ্ক চলে যাবে, তাই বাংলাদেশ নিয়ে মমতা চুপ: Suvendu
মমতার বিরুদ্ধে ফের ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে বিভিন্ন মণ্ডপে দুষ্কৃতীদের হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীরব? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী উদ্দেশে তাঁর মন্তব্য, বাংলাদেশের ঘটনায় চুপ আছেন কেন?
এ দিন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে যান শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি টুইট করেন,''বাংলা সনাতনী হিন্দুদের উপরে লাগাতার হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। বিশ্বের যে কোনও প্রান্তে হিন্দুরা বিপদে পড়লে তাঁদের অধিকার ও সুরক্ষার জন্য লড়াই করতে আমরা দায়বদ্ধ।''
উপদূতাবাস থেকে বেরিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়,''তৃণমূলকে ঘুমাতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বলেছিলেন, তিনি হিন্দু বাড়ির মেয়ে বলে প্রধানমন্ত্রী অনুমতি দেননি। আজ বাংলাদেশের ঘটনায় চুপ আছেন কেন? ভোটব্যাঙ্ক চলে যাবে বলে ৫ দিন ধরে সাইলেন্ট?''
মমতার বিরুদ্ধে ফের ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ করেছেন শুভেন্দু। তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটটা পেয়েছেন তা সংখ্যাগুরুদের সংখ্যালঘু ভোট। তাই তাঁর দায়বদ্ধতা নেই। তাঁর দায়বদ্ধতা ২০১৯ সালের ভোটের সময় আপনাদের বসেছিলেন, যে গরু দুধ দেয় তার আমি লাথি খাব। দুধেল গাইরা চটে যাবে ভোটব্যাঙ্ক নড়ে যাবে তাই মমতা নিশ্চুপ আছেন। পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে।''
আরও পড়ুন- #উৎসব: মেজাজটাই রাজা! পুজোর পাঁচ দিনে ১০০ কোটির মদ খেয়ে ফেলেছে বাঙালি