নিজস্ব প্রতিবেদন : ফের করোনা আক্রান্ত স্বাস্থ্য ভবনের এক কর্তা। এবার স্বাস্থ্য ভবনের অন্যতম শীর্ষ কর্তা DHS অজয় চক্রবর্তী আক্রান্ত হলেন করোনায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কয়েকদিন ধরে শরীরের অস্বস্তি অনুভব করছিলেন DHS অজয় চক্রবর্তী। এরপরই তিনি Rapid অ্যান্টিজেন টেস্ট করেন। এদিন সেই রিপোর্ট আসে। রিপোর্ট আসতেই দেখা যায় কোভিড পজিটিভ অজয় চক্রবর্তী। এরপরই RT-PCR পরীক্ষার জন্য ফের নমুনা পাঠানো হয়েছে।


উল্লেখ্য, অজয় বাবুর স্ত্রীও করোনা আক্রান্ত। তিনি বর্তমানে এমআরবাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে করোনা আক্রান্ত অজয় বাবু আপাতত বাড়িতেই আছেন। এদিন স্বাস্থ্য ভবনে আসেননি তিনি।


উল্লেখ্য, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা রোজই বেড়ে চলেছে। করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের অন্যতম করোনা চিকিত্সা কেন্দ্র কলকাতা মেডিকেল কলেজের ৩৮ জন চিকিত্সক। সব মিলিয়ে পুজোর আগে রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।


আরও পড়ুন, মণীশ খুনের তদন্তে উদ্ধার কার্বাইন-বাইক, সিবিআই তদন্তের দাবিতে দায়ের হল মামলা