মণীশ খুনের তদন্তে উদ্ধার কার্বাইন-বাইক, সিবিআই তদন্তের দাবিতে দায়ের হল মামলা

Oct 08, 2020, 19:10 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তে বড়সড় ব্রেক থ্রু পুলিসের। উদ্ধার হয়েছে মণীশ খুনে ব্যবহৃত কার্বাইন।

2/5

সোদপুর রেলওয়ে ব্রিজের কাছ থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত কার্বাইন। প্রসঙ্গত, মণীশ শুক্লাকে খুনের জন্য ঝাড়খণ্ড থেকে অস্ত্র আনা হয় বলে আগেই তদন্তে উঠে এসেছে। 

3/5

প্রসঙ্গত, ১৪টি বুলেটে ঝাঁঝরা হয়ে যায় বিজেপি নেতা মণীশ শুক্লার শরীর। ময়নাতদন্তে দেখা যায়, মণীশের শরীরে পাওয়া বুলেটগুলি 9mm। আর তাতেই দানা বাঁধে সন্দেহ।

4/5

শুধু কার্বাইন নয়, একইসঙ্গে এদিন উদ্ধার হয়ে আততায়ীদের ব্যবহার করা ৩টি বাইক। পালসার, এনফিল্ড সহ আরও একটি বাইক উদ্ধার হয়েছে এদিন।

5/5

উল্লেখ্য, মণীশ খুনে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি। পাশাপাশি মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবিতে আজই হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা দায়ের করেছেন আইনজীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল। সোমবার শুনানির সম্ভাবনা।