Amartya Sen, Tathagata Roy: বিশ্বভারতীর জমি `চুরি`র তোপ, নাম না করে অর্মত্য সেনকে `হা*মি` বললেন তথাগত!
জনৈক গোপাল সোম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের `দুই বিঘা জমি` কবিতাটির ছন্দ মিলিয়ে সেই প্যারোডি লিখেছেন বলে জানিয়েছেন তথাগত রায়। যা কিনা তাঁর ভাষায় `অনবদ্য`!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম না করে অমর্ত্য সেনকে 'হা*মি', 'চোর' বলে আক্রমণ করলেন তথাগত রায়। এদিন সকালে টুইটারে একটি প্যারোডি কবিতা শেয়ার করেন তিনি। যে কবিতা তিনি হোয়াটসঅ্যাপে পেয়েছেন বলে উল্লেখ করেছেন। বিশ্বভারতী ও অমর্ত্য সেনের মধ্যে চলা জমি বিতর্কের প্রেক্ষাপটে লেখা সেই প্যারোডি কবিতা। যা কিনা 'অনবদ্য' বলে শেয়ার করেছেন তথাগত রায়। জনৈক গোপাল সোম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' কবিতাটির ছন্দ মিলিয়ে সেই প্যারোডি লিখেছেন বলেও জানিয়েছেন তিনি।
তথাগত রায়ের এই প্যারোডি শেয়ারের পরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তোলপাড় রাজনৈতিক মহল। তথাগত রায়ের টুইটের প্রেক্ষিতে মুখ খুলেছেন অনেকেই। যা দেখে-শুনে তথাগত রায় আরও একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন,
প্রসঙ্গত, জমিজট বিতর্কের মাঝেই সোমবার অর্মত্য সেনের বাড়ি প্রতীচীতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাঁর হাতে বাড়ির জমির মাপজোঁক সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। জমির নথি হস্তান্তরের পর, বাড়ির সামনে দাঁড়িয়েই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যেখানে কড়া ভাষায় তোপ দাগেন বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলেন, 'বিশ্বভারতীর দাবি ভুল। জমির নথি নিয়ে এসেছি, এটাই প্রামাণ্য নথি। এভাবে কাউকে অপমান করা যায় না!' সঙ্গে হুঁশিয়ারি দেন, 'আমরা আইনত ব্যবস্থা নেব। আইনত কী করব, সেটা পরে জানাব।' ওদিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরকারি তরফে জমির নথি হাতে পাওয়ার পর অমর্ত্য সেন বলেন, 'যাঁরা আমাকে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন, তাঁদের বলব তাঁদের বোধের উপরে আমরা যে খুব একটা আস্থা রয়েছে তা বলতে পারছি না। তাই এনিয়ে খুব বিশাল একটা ঝড় উঠছে তা বলা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না। বিষয়টিকে বড় করার কোনও ইচ্ছে আমার নেই।'
এরপরই এপ্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে বলেন,'মুখ্যমন্ত্রী যে কাগজ দিয়েছেন, তা প্রাসঙ্গিক নয়। আমরা অমর্ত্য সেনকে সম্মান করি। আমরা এখনও চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। মুখ্যমন্ত্রী যেভাবে আমাকে আক্রমণ করেছেন, তাতে তাঁর বোঝা উচিৎ যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ঠিক করে কেন্দ্রীয় সরকার। এই গোটা বিষয়ে ক্ষতি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ও অমর্ত্য সেনের। আর কিছুই না।' বিশ্বভারতীর তরফেও নিশানা করা হয় মুখ্যমন্ত্রীকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক বিবৃতি দেন,'কান দিয়ে দেখেন। স্তাবকরা যা শোনান, তাই বিশ্বাস করেন, টিপ্পনী করেন। মুখ্যমন্ত্রীর আর্শীবাদ না থাকলে আমাদের সুবিধা। কারণ, বিশ্বভারতী প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে চলতে অভ্যস্ত।'
উল্লেখ্য, শান্তিনিকেতনে একটি জমির কিছু অংশ ছেড়ে দিতে অমর্ত্য সেনকে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের লেখা ওই চিঠিতে ক্যাম্পাসের জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ করা হয়েছে অমর্ত্য সেনের পরিবারের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, অমর্ত্য সেন জোর করে ক্যাম্পাসের ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন। ওই ১৩ ডেসিমেল জমি বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত হস্তান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেন জানান যে, জমির প্লটটি দীর্ঘমেয়াদী লিজে রয়েছে। বাড়ির কিছুটা অংশ বিশ্বভারতীর কাছ থেকে লিজ নেওয়া। বাকি অংশ কেনা হয়েছে।
আরও পড়ুন, Mamata Banerjee | Union Budget 2023: গরিব লোকের বাজেট আমার করতে ৩০ মিনিট লাগত! নির্মলাকে ঠেস মমতার