নিজস্ব প্রতিবেদন: একাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লেকটাউনের এক নামী হিন্দি মাধ্যম স্কুলে। এই ঘটনায় লেকটাউন থানার বিরুদ্ধে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ১৫ অগাস্ট শুধু ভারতের একার নয়...


গতকাল স্কুলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল। মিটতে রাত হয়ে যায়। ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়িতে জানানোর জন্য শিক্ষক জয়প্রকাশ শর্মার কাছে মোবাইল চায় ছাত্রীটি। অভিযোগ, মোবাইল ফেরত দেওয়ার সময় কথা বলা অছিলায় ছাত্রীর শ্লীলতাহানি করেন শিক্ষক। তাঁর শরীরে হাত দেন। ভয়ে লজ্জায় বাড়ি ফিরে আসে মেয়েটি।


আরও পড়ুন, সোমনাথ চট্টোপাধ্যায় ইস্যুতে সিপিএম-এ দ্বন্দ্ব প্রকট


রাতে দিদির কাছে পুরো ঘটনা খুলে বলে ওই ছাত্রী। সকালেই মেয়েকে নিয়ে লেকটাউন থানায় অভিযোগ জানাতে যান ছাত্রীর পরিবার। কিন্তু, অভিযোগ নিতে চায়নি থানা। ঘণ্টা চারেক নির্যাতিতা ও পরিবারকে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন, মূত্রনালীতে টিউমার! হাতে গ্লাভস পরে নিজেই পেট কাটলেন বৃদ্ধ, তারপর...


ইতিমধ্যেই স্কুলে খবর দেয় পুলিস। লেকটাউন থানায় পৌছে যান অভিযুক্ত শিক্ষকও। অভিযোগ, থানায় পৌঁছে ছাত্রীর পরিবারকে অভিযোগ তুলে নিতে চাপ দেন শিক্ষক। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন জয়প্রকাশবাবু। দীর্ঘ টানাপোড়েনের পর শেষপর্যন্ত অভিযোগ নেয় লেকটাউন থানা।