১৫ অগাস্ট শুধু ভারতের একার নয়...

Aug 15, 2018, 15:26 PM IST
1/11

Independent India

স্বাধীন ভারত

১৫ অগাস্ট। প্রত্যেক ভারতবাসীর মনের মণিকোঠায় সযত্নে খোদাই করা এই দিনটি। ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন হয়।

2/11

15 August

১৫ অগাস্ট

কিন্তু, জানেন কি? এই ১৫ অগাস্ট শুধু ভারতের একার নয়। মানে, ১৫ অগাস্ট যেমন ভারতের স্বাধীনতা দিবস, ঠিক সেইরকমই বিশ্বের আরও কয়েকটি দেশও এই দিনেই স্বাধীনতা দিবস পালন করে থাকে।

3/11

Happy Indipendence

স্বাধীনতা দিবস

ভারত ছাড়া আরও ৪টি দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। কোন কোন দেশ? কোরিয়া, কঙ্গো, লিচটেনস্টাইন ও বাহরিন।

4/11

Korea Independence

কোরিয়া স্বাধীনতা

কোরিয়া- ১৯৪৮ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা ঘোষণা করে কোরিয়া। ৩৫ বছর জাপানের উপনিবেশ ছিল কোরিয়া।

5/11

Korea

কোরিয়া

কোরিয়াতে এই দিনটি লিবারেশন ডে হিসেবে উদযাপন করা হয়। এই দিনটি উত্তর ও দক্ষিণ দুই কোরিয়াতেই 'আলোর পথে সূচনা' এই মর্মে পালন করা হয়ে থাকে। এর তিন বছর পর গঠিত হয় পৃথক উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

6/11

Congo Independence

কঙ্গো স্বাধীনতা

কঙ্গো- ১৯৬০ সালের ১৫ অগাস্ট দিনটিতে ফ্রান্সের শাসন থেকে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে রিপাবলিক অফ কঙ্গো।

7/11

Congo

কঙ্গো

৮০ বছরের পরাধীনতার পর স্বাধীন হয় মধ্য আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত কঙ্গো।

8/11

Liechtenstein Independence

লিচটেনস্টাইন স্বাধীনতা

লিচটেনস্টাইন- মধ্য ইউরোপে অবস্থিত লিচটেনস্টাইনেরস্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। ১৮৬৬ সালের ১৫ অগাস্ট জার্মান শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনরূপে আত্মপ্রকাশ করে লিচটেনস্টাইন বা প্রিন্সিপালিটি অফ লিচটেনস্টাইন।

9/11

Liechtenstein

লিচটেনস্টাইন

সুইত্জারল্যান্ড ও অস্ট্রিয়া ঘেরা লিচটেনস্টাইন বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ। এদিন লিচটেনস্টাইনের রাজপরিবারের সঙ্গে খানাপিনার উত্সবে মেতে ওঠে দেশের আমজনতা।

10/11

bahrin Independence

বাহরিন স্বাধীনতা

বাহরিন- ১৯৭১ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা ঘোষণা করে।

11/11

bahrin

বাহরিন

ব্রিটিশদের আগে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল বাহরিনে।