নিজস্ব প্রতিবেদন: পুলিসি অতিসক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষক নেতা মইদুল ইসলাম। তাঁর আরও অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হন প্রায় ২০০ জন পুলিস। ভাঙচুর ও মারধর করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটে মথুরাপুরে প্রার্থী হন মইদুল ইসলাম। তাঁর অভিযোগ, সহযোগিতা করার আশ্বাস দিলেও পুলিস অতিসক্রিয়তা দেখায়। বাড়িতে চড়াও হয়। এই সমস্ত অভিযোগে শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মইদুল ইসলাম। তাঁকে মামলা ফাইল করার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।


আরও পড়ুন: WB By-Poll: ভবানীপুরে Mamata-র বিরুদ্ধে BJP প্রার্থী আইনজীবী Priyanaka Tiberwal


আরও পড়ুন: WB By-Poll: 'BJP নামার আগেই Mamata মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়েছেন', কটাক্ষ Dilip-এর


বৃহস্পতিবার রাতে বেলেঘাটায় শিক্ষক নেতার শ্বশুরবাড়িতে অভিযানে যায় নিউটাউন নর্থ এবং বেলেঘাটা থানার পুলিস। 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ'-র সাধারণ সম্পাদক মইদুল ইসলামকে গ্রেফতার করা নিয়ে চরম নাটকীয়তা হয়। মইদুলকে বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করেন পুলিস কর্মীরা। কিন্তু রাতে পুলিসের সঙ্গে যেতে রাজি হননি মইদুল। সকালে যাওয়ার কথা জানান তিনি। দীর্ঘ কথাবার্তার পর ১টা নাগাদ এলাকা ছাড়ে পুলিস। সোশ্যাল মিডিয়ায় পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।