শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: রবিবার টেট। টেটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। কী কী? জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ইলেকট্রনিক গ্যাজেট, সোনার গয়না ইত্যাদি পরে ঢোকা যাবে না।  
২) পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না। 
৩) পরীক্ষার্থীদের জন্য সাড়ে ৯টা থেকেই গেট খুলে দেওয়া হবে। 
৪) পরীক্ষা শুরু বেলা ১২টা থেকে। সবাইকে ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।
৫) পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা অরিজিনাল মানে গোলাপি রঙের কপিটি জমা দেবেন। 
৬) আর ডুপ্লিকেট কপিটা বাড়ি নিয়ে যাবেন। 
৭) পরীক্ষাকেন্দ্রে গার্ডরা মোবাইল নিয়ে যেতে পারবেন না। 
৮) নির্দিষ্ট ঘরে সবাইকে ফোন রাখতে হবে। 
৯) এমনকি প্রয়োজনে কথা বলতে হলে, সেখানে গিয়ে কথা বলার ক্ষেত্রে লগ বুকে তা নথিভুক্ত করতে হবে।  
১০) পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে মেটাল ডিটেকটর দিয়ে চেকিং হবে।


প্রসঙ্গত, প্রথমে পর্ষদ জানিয়েছিল ১০ ডিসেম্বর হবে টেট। কিন্তু পরে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে টেটের দিন বদল করা হয়। ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর টেট হওয়ার কথা জানায় পর্ষদ। নিরাপত্তা সুনিশ্চিত করতে যে যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, তা ফুলপ্রুফ না হয়ে ওঠাতেই তারিখ বদলের সিদ্ধান্ত নেয় পর্ষদ। বেলা ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা। পরীক্ষার দিন সকাল থেকে চালানো হবে মেট্রো। রবিবার হলেও, সেদিন প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০-এ।


আরও পড়ুন, Calcutta Medical: কাঁধ ফুঁড়ে বেরয় শরীরে বিঁধে যাওয়া লোহার রড, মিরাক্যল ঘটল মেডিকেলে!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)