নিজস্ব প্রতিবেদন : "জয় শ্রী রাম' স্লোগানের পাল্টা এবার অমর্ত্য সেনের মন্তব্যকে হাতিয়ার করার কৌশল তৃণমূল শিবিরের। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে অমর্ত্যর মন্তব্য নিয়ে হোর্ডিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


যদিও, তৃণমূলের তরফ থেকে প্রকাশ্যে এই হোর্ডিং লাগানোর কোনও দায় নেওয়া হয়নি। হোর্ডিংয়ের তলায় লেখা রয়েছে নাগরিকদের পক্ষ থেকে প্রচারিত। রাতারাতি এই হোর্ডিং ছেয়ে গিয়েছে শহরে। সম্প্রতি কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এসে জয় শ্রী রাম নিয়ে মন্তব্য করেন নোবেলজয়ী অমর্ত্য সেন।


আরও পড়ুন, 'অর্জুনদার বারণ শুনিনি', কাঁচড়াপাড়ার 'সার্কাস' নিয়ে বাবার মতো ভুলস্বীকার শুভ্রাংশুরও


তিনি বলেন,  জয় শ্রী রাম স্লোগান প্রহারের জন্য ব্যবহার করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে অমর্ত্যর এই মন্তব্যকেই রাজনৈতিকভাবে হাতিয়ার করার জন্য হোর্ডিং লাগানোর কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।