নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা পুলিসকে ফোন কুণাল ঘোষের (Kunal Ghosh)। খোয়াই থানার IO-কে ফোন করলেন তৃণমূল (TMC) নেতা৷ কবে খোয়াই থানায় হাজিরা দেবেন? সেই কথা জানিয়েই ফোন করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে ত্রিপুরা পুলিসের তরফে মূলত একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ ৬ জনের নাম নথিভুক্ত করা হয়। তলবের ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়৷ তখনই কুণাল ঘোষ জানিয়েছিলেন ৩ দিনের মধ্যে হাজিরা দেবেন৷


আরও পড়ুন: Waterlog Kolkata: প্রবল বর্ষণে জেরবার জনজীবন, তুমুল বৃষ্টিতে 'জলের তলায়' কলকাতা


আরও পড়ুন: Babul: 'তিন অক্ষরের ধাঁধা'য় বাবুলকে কুরুচিকর আক্রমণ BJP সাংসদ Saumitra-র


সূত্রের খবর, রবিবার রাতে খোয়াই থানার IO-কে ফোন করেন তৃণণূল নেতা৷ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানান তিনি৷ কুণাল ঘোষের দাবি, কোনও সরকারি কাজে তাঁরা বাধা দেননি৷ সেই প্রমাণও রয়েছে৷ বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি৷