নিজস্ব প্রতিবেদন: দলত্যাগ বিরোধী আইনে মুকুলের (Mukul Roy) বিধানসভার সদস্যপদই থাকবে না। স্পিকারের কাছে সুবিচার না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়,'রীতি অনুযায়ী পিএসি চেয়ারম্যানের পদ দেওয়া উচিত বিরোধী দলকে। সেই ঐত্যিহ্য ভেঙেছেন অধ্যক্ষ মহোদয়।' বিধানসভার রীতিনীতি ভাঙা হয়নি বলে দাবি করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর যুক্তি, মুকুল রায় বিজেপির বিধায়ক। সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার নিরিখে তাঁকে বেছে কোনও ভুল করেননি স্পিকার।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন,'পিএসি-র চেয়ারম্যান হিসেবে ৭ জন বিজেপি বিধায়কের মধ্যে সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার নিরিখে মুকুল রায়কে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন অধ্যক্ষ। তিনি তো বিজেপির সদস্য।' 


দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ থেকে মুকুলকে বরখাস্ত করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন তিনি জানান,'তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পরে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। অডিয়ো-ভিডিয়ো সবাই দেখেছেন। বিজেপির বিরোধী দলনেতা হিসেবে তথ্যপ্রমাণ-সহ ৬৪ পৃষ্ঠার নথি দেব স্পিকারকে। আগামী ১৬ তারিখ দুপুর ২টোয় ডেকে পাঠিয়েছেন। স্থির বিশ্বাস মুকুল রায়ের বিধানসভার সদস্য পদই টিকিয়ে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস।' বিচার ব্যবস্থার দ্বারস্থ হওয়ার কথাও শুনিয়ে রেখেছেন বিরোধী দলনেতা।


 এই প্রসঙ্গে পার্থ বলেন,'১৬ তারিখে বক্তব্য রাখবেন মুকুল রায়। তখন দেখা যাবে মুকুল এই মুহূর্তে বিজেপির সদস্য কিনা। পিএসি চেয়ারম্যান বিরোধী পক্ষ থেকে করা উচিত। বিরোধী বিধায়ক হিসেবে সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা এবং সব দিক চিন্তা করে অধ্যক্ষ নির্দেশ দিয়েছেন। আমরা তাঁকে সমর্থন করি।'



গতবার পিএসি চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার মনোনয়ন নিয়ে দেখা গিয়েছিল বির্তক। এ দিন তিনি বলেন,'স্পিকার নিজ অধিকার বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভার পদ্ধতিগত প্রথা অনুসরণ করে মুকুলবাবুকে পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন অধ্যক্ষ। কোনও গোলযোগ নেই। বেআইনি কিছুই হয়নি।'


আরও পড়ুন- মমতার ইচ্ছাকে মর্যাদা দিয়ে ক'দিন জেলে কাটিয়ে আসব, রক্ষী-মৃত্যু FIR নিয়ে Suvendu


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)