জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভুল স্বীকারের দিনেই ফের শোকজ হুমায়ুন কবীরকে? যেদিন শোকজের জবাব দিয়েছিলেন, সেদিনই আবার এক সাংসদকে নিয়ে মন্তব্য করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সেই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে এবার হুমায়ুনকে চিঠি পাঠাচ্ছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  West Bengal Assembly: বিধায়ক হয়েই 'লেট'! সদ্য জয়ীদের রীতিমতো 'ধমক'-এর সুরে স্পিকার দিলেন কড়া নির্দেশ...


ঘটনাটি ঠিক কী? বেফাঁস মন্তব্য করেছে বহুবার। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সময়ের পুলিসমন্ত্রীর করার দাবি তোলেন হুমায়ুন কবীর। এরপরই তাঁকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। স্রেফ শোকজের জবাব দেওয়া নয়, নিজের 'ভুল' স্বীকার করে নিয়েছেন হুমায়ুন। আজ, মঙ্গলবার তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপার্সন। আমি বিগত কয়েকদিন ধরে যে ধরণের কথা বলেছিলাম। সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। শোকজের উত্তরে স্বীকার করেছি। ইচ্ছাকৃত এটা করা হয়নি, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি'।



আরও পড়ুন:  Kolkata Metro: পরিষেবা চালু রাখতে টিকিটে সারচার্জ...কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহাসে বেনজির সিদ্ধান্ত!


এর আগে, শোকজের জবাব দেওয়ার পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গে টেনে পাল্টা সাফাই দিয়েছিলেন হুমায়ুন কবীর। বলেছিলেন, 'চার দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কেন্দ্রীয় কর্মসমিতির যে মিটিং, সেই মিটিংয়েও দেখা গেল সেই কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের নাম যোগ হল। তিনি আবার ওই শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য হয়ে গেলেন'। 


তৃণমূল বিধায়কের আরও বক্তব্য ছিল, 'তাঁর ক্ষেত্রে কী নিয়ম, তিনি টাউনের নেতা, কলকাতায় বসবাস করেন, শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকমের সিদ্ধান্ত হবে। হুমায়ুন কবীর যেহেতু গ্রাম থেকে গিয়েছেন, কৃষকের ছেলে তৃণমূলের কী এই ধরণের সিস্টেম চালু থাকবে। নাকি নিয়ম শৃঙ্খলার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটাই বলেছি'। সেকারণেই হুমায়ুন ফের শোকজের মুখে পড়তে পারেন বলে খবর।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)