Kolkata Metro: পরিষেবা চালু রাখতে টিকিটে সারচার্জ...কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহাসে বেনজির সিদ্ধান্ত!

Kolkata Metro Surcharge: পরিষেবা বন্ধের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে!  সারচার্জ লাঘু করে পরিষেবা চালু রাখা সুবিধাজনক হবে।

Dec 03, 2024, 11:10 AM IST
1/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

অয়ন ঘোষাল: পরিষেবা চালু রাখতে 'দামী' হচ্ছে এবার কলকাতা মেট্রো। রাতের মেট্রোর টিকিটে এবার সারচার্জ! নজিরবিহীন পদক্ষেপ কলকাতা মেট্রোর।  

2/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

যাত্রী সুবিধার্ধে রাত ১০টা ৪০-এ দক্ষিণে কবি সুভাষ ও উত্তরে দমদম থেকে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।   

3/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

কিন্তু রাতের সেই বিশেষ ট্রেনে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। ফলে পরিষেবা চালাতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে পরিষেবা বন্ধের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে!  

4/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

এহেন যখন পরিস্থিতি, তখনই আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে সারচার্জ লাঘুর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ১০ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই সারচার্জ।   

5/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

১০ টাকা করে সারচার্জ বসছে রাতের মেট্রোয়। কবি সুভাষ এবং দমদম, উভয় প্রান্ত থেকেই রাত ১০ টা ৪০-এর মেট্রোয় সমস্ত দূরত্বের টিকিটের উপর এই ১০ টাকা সারচার্জ ধার্য করা হয়েছে।   

6/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

এতে আর্থিক ক্ষতি কিছুটা লাঘব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহাসে এককথায় বেনজির পদক্ষেপ!   

7/7

দামী হচ্ছে রাতের মেট্রো...

মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, রাত্রিকালীন অন্যান্য পরিষেবা যেমন অ্যাপ ক্যাব বা ট্যাক্সিতে অনেক বেশি ভাড়া গুনতে হয়। সেখানে মাত্র ১০ টাকা বেশি দিতে যাত্রীদের কোনও অসুবিধা হবে না। উলটে সারচার্জ লাঘু করে পরিষেবা চালু রাখা সুবিধাজনক হবে।