গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ নুসরত জাহান, ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে
রবিবার রাত সাড়ে নটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়
নিজস্ব প্রতিবেদন: অসুস্থ তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে
রবিবার রাত সাড়ে নটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওষুধের ওভারডোজ থেকেই বিপত্তি। আপাতত তাঁকে রাখা হয়েছে আইসিইউতে।
আরও পড়ুন-রাজ্যপালকে ডেকে সঠিক দিকনির্দেশ করুন, অমিত শাহকে বলল তৃণমূল
এদিকে, নুসরতের পরিবারের দাবি, অ্যাজমা ছিল নুসরতের। সেখান থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ।