TMC 21 July: একুশেই শিলমোহর মমতার রাজনৈতিক আন্দোলনে, কী ঘটেছিল সেদিন? ফিরে দেখা ইতিহাস
একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মহাকরণ অভিযান। সেই অভিযানে পুলিসের গুলিতে প্রাণ হারান ১৩ জন।
রজত শুভ্র মুখোটি: একুশে জুলাই। কোভিডকালে ২ বছর স্থগিত থাকার পর ফের ২১-এর সমাবেশ। হাইভোল্টেজ একুশে তৃণমূলের পাওয়ার প্লে । এবার একুশের ২৯। কী এই ২১ জুলাই?
একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস। প্রতিবছর এই দিনটি শহিদ স্মরণ করে থাকে তৃণমূল কংগ্রেস। তবে একুশে জুলাইয়ের প্রেক্ষাপট জানতে গেলে পায়ে পায়ে পিছিয়ে যেতে হবে ২৯ বছর আগে ১৯৯৩ সালে। বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ে রাজনৈতিক আন্দোলনের শিলমোহর পড়েছিল, পরিচিতি ঘটেছিল এই ১৯৯৩-এর ২১ জুলাই।
১৯৯৩ সালে ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্য়ায় মহাকরণ অভিযানের ডাক দেন। সেই অভিযানে পুলিসের গুলিতে প্রাণ হারান ১৩ জন। সেদিন পুলিসের গুলি চালানো নিয়ে আজও প্রশ্ন ওঠে। সাংসদ সৌগত রায়ের যেমন অভিযোগ, পুলিস সেদিন বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল। ২১ জুলাই নিয়ে বসে কমিশনও। ঠিক কী ছিল কমিশনের রিপোর্টে? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য-ই বা কী? রইল Zee ২৪ ঘণ্টার স্পেশাল রিপোর্ট-
21 July TMC Shahid Diwas: আজ ২১ জুলাই, স্বাস্থ্য বিধি মেনে সভা করার নির্দেশ হাইকোর্টের
July 21 TMC Shahid Diwas: একুশে জুলাইয়ের সভায় কি থাকছে কোনও চমক, খোলসা করলেন অভিষেক
21 July TMC Shahid Diwas: জমায়েতে প্রবীণতম? 'দিদির টানে' একুশের সমাবেশে নব্বইয়ের বুধি মুর্মু
21 July TMC Shahid Diwas: পাঞ্জাবি-টিশার্ট থেকে ওড়না, একুশে জুলাইয়ে এবার ড্রেসকোড
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)