21 July TMC Shahid Diwas: আজ ২১ জুলাই, স্বাস্থ্য বিধি মেনে সভা করার নির্দেশ হাইকোর্টের

ধর্মতলায় সভাস্থলে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা-অভিষেক। 

Updated By: Jul 21, 2022, 12:01 AM IST
21 July TMC Shahid Diwas: আজ ২১ জুলাই, স্বাস্থ্য বিধি মেনে সভা করার নির্দেশ হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: ২ বছর পর 'অফলাইন' ২১ জুলাই। ধর্মতলায় স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে সভা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়,  জমায়েত থেকে যেন আরও বেশি সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতে রাজ্যকে সমস্ত ধরণের পদক্ষেপ করতে বলল আদালত।

রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২১ জুলাই 'ভার্চুয়ালি নয়তো সমস্ত বিধি' মেনে সভার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার সেই মামলা শুনানি শেষ হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু রায়দান স্থগিত ছিল।

আরও পড়ুন: 21 July TMC Shahid Diwas: 'মানুষের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি', একুশের সভাস্থল পরিদর্শনে মমতা

২০২০ আর ২০২১। করোনা সংক্রমণের ধর্মতলায় প্রকাশ্য়ে শহিদ দিবসের সমাবেশ হয়নি তৃণমূলের। পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ২১ জুলাই ফের ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহিদ সমাবেশ।

আরও পড়ুন: 21 July Meeting: বাংলাকে অশান্ত করতেই ২১ জুলাই সভা বিজেপির, আদালতের শর্ত যেন মানা হয়: অভিষেক

এদিন ধর্মতলায় সভাস্থলে গিয়ে শেষ মহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'কর্মীরাই দলের সম্পদ। সবাইকে বলব, শান্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে আসুন। সমাবেশ শেষ হওয়ার পর সাবধানে বাড়ি ফিরে যাবেন'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.