শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: কেমন ছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জীবন? তাঁর আন্দোলন? দলের কর্মীদের কাছে এবার তুলে ধরার উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার শুরু হল নয়া কর্মসূচি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  TMC: এবার নিশানায় পুরসভার চেয়ারম্যান? অভিষেকের নামে 'প্রতারণা', গ্রেফতার ৩..


২৬ বছর পার। ১৯৯৮ সালে যে দলের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেসই এখন রাজ্যে ক্ষমতায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে দলনেত্রী। মহিলা তৃণমূল কংগ্রেসের প্রধান চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কীভাবে লড়াই করেছেন মমতা? কীভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন?  তার কি ভাবনা? এসবই দলের কর্মীদের কাছে তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য। নাম, 'দীক্ষা'।


আজ, বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হল  'দীক্ষা'। এরপর ২৭ জানুয়ারি থেকে জেলা জেলায় সম্মেলন। কর্মসূচির নাম, 'আলাপচারিতা'। কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করতেই এই কর্মসূচি।


এদিকে আরজি কর কাণ্ডের পর , ধর্ষণ-বিরোধী একটি বিলও পেশ করা হয় বিধানসভায়।  নাম, 'অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল' অ্যামেনমেন্ট) বিল ২০২৪ (Aparajita Women-Child Bill 2024)। বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে। কিন্তু সেই বিলে এখনও স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন বছরের শুরুতে ফের পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। কবে? ৪ জানুয়ারি।


আরও পড়ুন:  Mamata Banerjee: বছরশেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী! দিনক্ষণ জানালেন নিজেই.



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)