Mamata Banerjee: বছরশেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী! দিনক্ষণ জানালেন নিজেই...

Mamata Banerjee:  '৬ তারিখে গঙ্গাসাগর যাব। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্ঘে। কপিলমুনি আশ্রমের মহারাজ খুবই প্রবীণ। একটু বিশ্রাম নেন। আমি তাঁর বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা চারটেয় মন্দির খোলে। আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। কপিলমুনি আশ্রমে দর্শনে যাব'।  

Updated By: Dec 26, 2024, 05:54 PM IST
Mamata Banerjee: বছরশেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী! দিনক্ষণ জানালেন নিজেই...

জি ২৪ ঘণ্টা  ডিজিটাল ব্য়ুরো:  সন্দেশখালিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কবে? 'এবছরের ৩০ ডিসেম্বর আমি সরকারি অনুষ্ঠানে সন্দেশখালি যাব', নবান্ন সাংবাদিক বৈঠকে জানালেন তিনি নিজেই। বললেন, 'ভোটের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছি, দিদি আপনি সন্দেখালি গেলেন না'।

আরও পড়ুন:  Sonarpur Dowry Death: সোনারপুরে 'পণের বলি' বধূ, বিয়ের এক মাস যেতে না যেতেই....

বছরশেষে উত্‍সবের আমেজ! কলকাতায় ৭ দিন ধরে চলবে বর্ষবরণ। মুখ্যমন্ত্রী বলেন, 'হ্যাপি নিউ ইয়ারের প্রোগাম এখন থেকে আমরা ঘোষণা করেছি। ১ জানুয়ারি ছুটির দিন। কিন্তু ওইদিন আবার আমাদের প্রতিষ্ঠা দিবস দলেরও। আমি দলের কথা কখনও এখানে বলি না। কিন্তু আমরা যেহেতু বলি, মা-মাটি-মানুষের সরকার, ওই দিবসটা আমরা মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করি ১ জানুয়ারি। ওইদিন  রক্তদান করে আমাদের ছেলেমেয়েরা। লক্ষাধিক বোতল রক্ত সংগ্রহ করা হয়। যেটা থেকে অনেক অসহায় মানুষ বা দুর্ঘটনা বা অন্য ঘটনার মানুষ সহয়োগিতা পায়'।

মুখ্যমন্ত্রী জানান, 'দোসরা জানুয়ারি নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে নবান্ন সভাঘরে। সমস্ত দফতরের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে। ৬ তারিখে গঙ্গাসাগর যাব। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্ঘে। কপিলমুনি আশ্রমের মহারাজ খুবই প্রবীণ। একটু বিশ্রাম নেন। আমি তাঁর বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা চারটেয় মন্দির খোলে। আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। কপিলমুনি আশ্রমে দর্শনে যাব'।

নতুন বছরে আর কী কী কর্মসূচি? মুখ্যমন্ত্রী জানান, '৮ তারিখে আমাদের কলকাতা যে মেলাটা হয়, মিলেনিয়াম পার্কে উল্টোদিকে, ওখানে সন্ধেবেলা আমি যাব। আমাদের একটা ই-মেল তৈরি হয়েছে। হাওড়া থেকে বেলুড়মঠ, দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। আমাদের জলীয় বিভাগ আছে, সেখানে আমাদের জাহাজ কোম্পানি অভিনববাবে ই-ভেসেলটা তৈরি করেছি।  ওটা সেদিন উদ্বোধন। ITC-ও এটা আর্টিফিসিয়াল ইন্টাজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় তৈরি। ITC-র আরও দুটো প্রোজেক্ট তৈরি আছে। আমরা সময়মতো করে দেব। বেঙ্গল বিজনেস সামিট হচ্ছে ৫ ও ৬ ফ্রেরুয়ারি। এরমধ্যে যদি কালীঘাটে স্কাইওয়াক যদি শেষ হয়ে যায়, ফ্রেরুয়ারির প্রথম সপ্তাহেই উদ্বোধর করে দেওয়ার চেষ্টা করব'।

আরও পড়ুন:  Lovesign: 'ভালোবাসা' চুরি করে আটক! শেষে কাগজে সই করিয়ে পুলিসই 'প্রেম-চোরে'র হাতে ধরিয়ে দিল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.