TMC: এবার নিশানায় পুরসভার চেয়ারম্যান? অভিষেকের নামে 'প্রতারণা', গ্রেফতার ৩..
TMC: অভিযোগ, কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে একটি ফোন যায়। বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। কেন? চেয়ারম্যানের দাবি, ফোনে বলা হয়, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
পিয়ালী মিত্র: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নামে 'প্রতারণা'। এবার খোদ কালনার পুরসভার চেয়ারম্যানের কাছে দাবি করা হল ৫ লক্ষ টাকা! কলকাতায় এমএলএ হস্টেল থেকে ৩ জনকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিস।
আরও পড়ুন: Mamata Banerjee: বছরশেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী! দিনক্ষণ জানালেন নিজেই...
অভিযোগ, কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে একটি ফোন যায়। বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। কেন? চেয়ারম্যানের দাবি, ফোনে বলা হয়, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এমনকী, পুরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয় কলকাতা কিড স্ট্রিটে এমএলএ হস্টেলেও! সন্দেহ হওয়ায় শেক্সপিয়র সরণি থানার অভিযোগ দায়ের করেন। যোগাযোগ করেন অভিষেকের অফিসেও।
আজ, বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ ও ফোনের সূত্র ধরে এমএলএ হস্টেল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিস। ধৃতেরা হলেন জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক ও তসলিম শেখ। এখন এমএলএ হস্টেলে বিধায়কের সুপারিশ ছাড়া সাধারণ মানুষের পক্ষে ঘর ভাড়া নেওয়া সম্ভব নয়। তাহলে অভিযুক্তরা কী করে ঘর পেল? তা খতিয়ে দেখছে পুলিস।
জানা দিয়েছে, জুনেদুলকে আগেও গ্রেফতার করেছিল শেক্সপিয়র থানার পুলিসই। সেবার অভিষেকের ফোন ক্লোন করে পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে টাকা দাবি করে সে। এবারও সেই একই ঘটনা।
এদিকে অভিষেকের নাম তোলাবাজির অভিযোগে তৃণমূলের যুব সংগঠনের প্রাক্তন সভাপতি তরুণ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিস। অভিযোগ, পুরনো একটি সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলের নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। গ্রেফতারির আগেই অবশ্য় দল থেকে বহিষ্কার করা হল তরুণকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)