নিজস্ব প্রতিবেদন: বিপ্লব দেবের রাজ্য দখলের লক্ষ্যে কোনও কসুর নারাজ তৃণমূল। তাই সংগঠনকে ঢেলে সাজাতে এবার ত্রিপুরায় গেলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যাওয়ার আগে বিজেপি সরকারের প্রবল সমালোচনা করলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশ্য়ে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে কুণাল ঘোষ বলেন, 'দলের কাজে ত্রিপুরা যাচ্ছি। ত্রিপুরার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ত্রিপুরার কোনও উন্নয়ন হয়নি। তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরায় উন্নয়ন হবে। ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। বিজেপির বিদায় আসন্ন।' এরাজ্যে একুশের বিধানসভা ভোটের প্রচারে অমিত শাহ জানিয়েছিলেন, ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে। একই ভাবে কুণাল ঘোষও এদিন ঘোষমা করেন, 'ত্রিপুরার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে।' 


আরও পড়ুন: জলপাইগুড়িতে কয়েক গুণ বাড়ল COVID সংক্রমণ, রাজ্যে রেকর্ড ৫ লক্ষের কাছাকাছি টিকাকরণ


আরও পড়ুন: Jobs: রাজ্যে ১ লক্ষ বেকারকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করছে শ্রম দফতর


ত্রিপুরায় সমীক্ষা করতে যাওয়া I-PAC-এর টিমকে ঘরবন্দি করে রাখার অভিযোগ করেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে সরব তারা। ত্রিপুরা যাওয়ার আগে ফের সমস্ত ঘটনার নিন্দা করেন কুণাল ঘোষ। তিনি জানান, ত্রিপুরায় তৃণমূল সংগঠন বিস্তার করায় আতঙ্কে ভুগছে বিজেপি।