Suvendu Adhikari: `শীতকালে হতে পারে, নইলে বসন্তকালে হবে`, নয়া হুঁশিয়ারি শুভেন্দুর
ডিসেম্বরে ধামাকার ডেডলাইন শেষ। রাজ্যের বিভিন্ন প্রান্তের শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার দিল তৃণমূলের আইটি সেল। পোস্টারের শিরোনাম, `নিরুদ্দেশ সংবাদ`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নিরুদ্দেশ সংবাদ'! রাজ্য়ের বিভিন্ন প্রান্তে পোস্টার লাগিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করল তৃণমূলের আইটি সেল। পোস্টারে লেখা, 'খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন'। শুভেন্দুর গলায় এবার 'শীত-বসন্তে'র হুঁশিয়ারি।
ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা ভোটে ফের বাংলায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল। আর বাইশের ডিসেম্বরেই এ রাজ্যে সরকার ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একাধিক জনসভায় বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছে, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ'।
আজ, বৃহস্পতিবার ২২ ডিসেম্বর। ধামাকা ডে়ডলাইন শেষ হতেই আসরে নামল তৃণমূলের আইটি সেল। কীভাবে? এদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল পোস্টার। শিরোনাম, 'নিরুদ্দেশ সংবাদ'। নিচে লেখা, 'দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। বাড়ি কাঁথিতে। এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে সন্ধান দিন'। সঙ্গে আবার ছবিও। পোস্টারে অবশ্য শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ব্যক্তিটি যে রাজ্যের বিরোধী দলনেতাই, তা স্পষ্ট।
তৃণমূলের আইটি সেলের ইনচার্ড দেবাংশু ভট্টাচার্য বলেন, '৩টি তারিখই পেরিয়ে গেল। কিছু তো হলই না, উল্টে কিছু সাধারণ মানুষ মারা গেলেন। প্রধান অভিযুক্ত মারা গেল বীরভূমের একটি গণহত্যাকাণ্ডে। বাংলায় তৃণমূল ছাত্র যুবের প্রশ্ন, যিনি ডিসেম্বরে সরকার ফেলার দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই ব্যক্তি এখন কোথায়'? তাঁরও আরও বক্তব্য়, 'এই পোস্টার দেখে বিজেপি নেতারা বিচলিত হবেন না। আপনারা যদি এই লেখাগুলি দেখে, গুণগুলি দেখে কারও সঙ্গ মিল খুঁজে পান, তাহলে বুঝে নিতে হবে মৌচাকে ঢিলটা ঠিক জায়গাতেই পড়েছে'।
এর আগে, নির্ঘণ্ট ঘোষণা করেও পিছু হটেছিলেন শুভেন্দু। ১২ ডিসেম্বর হাজরাপ জনসভা বলেন, 'তৃণমূল ভেঙে সরকার গড়তে চাই না। ডিসেম্বরের ধামাকায় সরকার ফেলব না'। তৃণমূলের পোস্টারে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া, হোর্ডিং- পোস্টারগুলি তিহাড় জেলে গিয়ে দিয়ে আসব। ২০২৩ সালে যেকোনও একদিন গিয়ে দিয়ে আসব। শীতকালে হতে পারে, নইলে বসন্তকালে হবে'।