নিজস্ব প্রতিবেদন: আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়া ও সমন্বয়ের অভাব দূর করতে 'মোবাইল কমান্ড পোস্ট'-এর অভিনব ব্যবস্থা নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি কেরলের কোঝিকড় বিমানবন্দরে দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপরই এই সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  'আগে ৩ লাখ দিন, তারপর ভর্তি', শেষে অ্যাম্বুল্যান্সের মধ্য়েই পড়ে থেকে মৃত্যু করোনা রোগীর


আপদকালীন পরিস্থিতিতে সমন্বয়ের অভাব যাতে না ঘটে সেই কারণে তৈরি  প্রযুক্তি নির্ভর আধুনিক গাড়ি। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'মোবাইল কমান্ড পোস্ট'।  এর মাধ্যমে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এনএসসিবিআই থানা, দমকল, বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে যোগাযোগ রাখা হবে। প্রয়োজন মতো কাজ করবে এই অধ্যাধুনিক গাড়ি।


আরও পড়ুন:  মানবিক মুখ! সোশ্যালে আবেদন দেখেই করোনা চিকিৎসায় প্লাজমা দান ২ পুলিস কর্মীর


বিমানবন্দর সূত্রে খবর, এই গাড়িতে থাকবে অত্যাধুনিক ক্যামেরা, মনিটর, বাইনোকুলার, ব্লুটুথ, ওয়াকিটকি, স্ট্রেচার। এমনকি ৪ ঘণ্টা বিদ্যুৎ সাপ্লাই করার মত জেনারেটরও রাখা হবে। সূত্রের খবর, গাড়িতে বসেই ৮ জন কর্মকর্তা বৈঠক সারতে পারবেন এবং সেখান থেকেই যাবতীয় নির্দেশ দিতে পারবেন কর্মকর্তারা।