ওয়েব ডেস্ক: নারদের স্টিং অপারেশনের সময় তিনি জনপ্রতিনিধি ছিলেন না। তাই কীভাবে তাঁর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগ আনা যায়? এই প্রশ্ন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সেই মামলায় আজ জবাব দেবে সিবিআই।


আগে এই মামলার শুনানি চলাকালীন অপরূপার আইনজীবী প্রশ্ন তোলেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় আদালত অপরূপার নাম উল্লেখ না করলেও সিবিআইয়ের এফআইআর-এ কেন তাঁর নাম? বিচারপতি জয়মাল্য বাগচী তখনই সিবিআইয়ের কাছে জবাব তলব করেন। পাশাপাশি, তদন্তের অগ্রগতি নিয়ে সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেন বিচারপতি। আজ সেই সবই আদালতের সামনে তুলে ধরার কথা সিবিআইয়ের। (আরও পড়ুন- ভাঙড় মামলায় আজ হাইকোর্টে হাজিরার সম্ভবনা এডিজি সিআইডির)