ওয়েব ডেস্ক: সল্টলেক-রাজারহাটে কাল ৩ কেন্দ্রে ভোট। ভোট হবে বিধাননগর, রাজারহাট - নিউটাউন, রাজারহাট - গোপালপুর। গতকাল থেকেই শুরু হয়েছে গাড়িতে গাড়িতে চেকিং। মোতায়েন ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পথে নেমেছে ১৫টি কুইক রেসপন্স টিম।


গোটা বিধাননগর কমিশনারেট এলাকাকে ঘিরে ফেলা হয়েছে ২৪টি পয়েন্টে। সেখানে চলবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নাকাবন্দি। পথে নামানো হয়েছে ১৫টি কুইক রেসপন্স টিম। স্পেশাল ইনটারভেনশন টিমও থাকছে এলাকায় এলাকায়। কোনও বহিরাগত যাতে আশ্রয় নিতে না পারে, সে জন্য অনুষ্ঠান বাড়ি বা গেস্ট হাউসগুলির কাছ থেকে ডিক্লারেশন চাওয়া হয়েছে। আইটি সেক্টরের অফিসগুলির কাছেও চেয়ে পাঠানো হয়েছে তাঁদের কর্মীদের পূর্ণাঙ্গ তালিকা।