অয়ন ঘোষাল: সকাল পাঁচটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। রেল সুত্রে জানা যায় দক্ষিণ শাখায় তালদি, বেদবেরিয়া স্টেশনের মাঝে রেলের তার ছিড়ে যাওয়ায় কারণে এই ট্রেন চলাচল বন্ধ আছে। প্রচুর যাত্রী তারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল যারা ফের নিজেদের বাড়ির পথে রওনা দেয়। রেলের তরফ থেকে এই তার সারানোর কাজ শুরু হয়। আপ এবং ডাউন সব ট্রেন বন্ধ থাকে। এরপরে আটটার পরে তার সারানোর কাজ শেষ হলে প্রথম টেনটি শিয়ালদা থেকে ক্যানিংয়ে আসে। ধীরে ধীড়ে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৯টা পর্যন্ত বন্ধ থাকে ট্রেন চলাচল। তিন জোড়া আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়। সকালে বন্ধ ছিল শুধুমাত্র ক্যানিং শাখার ট্রেন চলাচল। পরবর্তিকালে সমস্যার সমাধান করে ফের শুরু হয় ট্রেন চলাচল।


অন্যদিকে সপ্তাহের শুরুতেই শিয়ালদহ ডিভিশনে ফের ভোগান্তি রেল যাত্রীদের! কেন? সোমবার ও মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকবে বারাসত-হাসনাবাদ সেকশনে। কতক্ষণ? ৪৭ ঘণ্টা।


আরও পড়ুন: Kolkata | Power Cut: তীব্র গরমে টানা বিদ্যুৎ বিভ্রাট, কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ বাসিন্দাদের


শিয়ালদহ স্টেশন দিয়ে নিত্যদিন যাতায়াত করেন কয়েক লক্ষ মানুষ। মেন লাইনে একাধিক শাখায় চলে লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সণ্ডালিয়া ও লেবুতলার মধ্যে ডবল লাইনিংয়ের কাজ এবং লেবুতলা ও মালতীপুর স্টেশনের মধ্যে সিগন্যালিংয়ের কাজ চলছে। সেকারণেই ১৭ এপ্রিল, সোমবার রাত ১ টা থেকে ১৮ এপ্রিল, মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত কোনও ট্রেন চলবে না বারাসাত-হাসনাবাদ রুটে।


আরও পড়ুন: Dilip Ghosh | Mamata Banerjee: 'প্রধানমন্ত্রী বলে দিয়েছেন বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন', ফের আক্রমণাত্মক দিলীপ ঘোষ


এর আগে, ফেরুয়ারিতে লাইন ও ব্রিজ মেরামতি কারণে ২ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদহ শাখায়। প্রতিটি শাখাতেই বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন। কয়েকটি ট্রেনকে আবার থামিয়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট গন্তব্য আগেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)