ওয়েব ডেস্ক: ব্যাঙ্কে তুলকালাম। রূপান্তরকামী হওয়ায়, ব্যাঙ্ক থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল খোদ রাজ্যের ট্রান্সজেন্ডার বোর্ডের চেয়ারম্যান রঞ্জিতা দাসকে। এলগিন রোডে এসবিআই-য়ের ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। রঞ্জিতার দাবি, নোট সংক্রান্ত কিছু প্রশ্ন থাকায়, সদুত্তর পেতে ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি। কিন্তু গেটেই তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ তাঁকে বলা হয়, রূপান্তরকামী হওয়ায় তিনি ঢুকতে পারবেন না। তিনি যেন তখনই বেরিয়ে যান। একথার প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্কে ঢোকার চেষ্টা করায়, এরপর তাঁর হাত ধরে টেনে বাইরে বের করে দেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ। পরে এনিয়ে দুঃখপ্রকাশ করেন ব্যাঙ্ক ম্যানেজার। তবে রঞ্জিতার প্রশ্ন, কেন এধরনের ঘটনা ঘটবে? কেন সেইসময়ই ব্যাঙ্ক কর্মীরা এর প্রতিবাদ করেননি? ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে RBI সহ বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যসচিবের


আরও পড়ুন এখানে আপনি ব্যবহার করতে পারবেন পুরনো ৫০০, ১০০০ টাকার নোট