এখানে আপনি ব্যবহার করতে পারবেন পুরনো ৫০০, ১০০০ টাকার নোট

বুধবার ভিসতারা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, ‘২০১৬ সালের ভারতের সেরা ডোমেস্টিক এয়ারলাইন্স’ হওয়ার জন্য ‘সেলিব্রেশন সেল’ দেওয়া হচ্ছে। মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ভিসতারার টিকিট ভাড়া। ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টিকিট কাটুন। তবে সবথেকে খুশির খবর এই যে, ভিসতারায় টিকিট কাটার জন্য আপনি পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন। তবে ২৪ নভেম্বর পর্যন্তই তা গ্রাহ্য হবে।

Updated By: Nov 23, 2016, 02:21 PM IST
এখানে আপনি ব্যবহার করতে পারবেন পুরনো ৫০০, ১০০০ টাকার নোট

ওয়েব ডেস্ক: বুধবার ভিসতারা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, ‘২০১৬ সালের ভারতের সেরা ডোমেস্টিক এয়ারলাইন্স’ হওয়ার জন্য ‘সেলিব্রেশন সেল’ দেওয়া হচ্ছে। মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ভিসতারার টিকিট ভাড়া। ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টিকিট কাটুন। তবে সবথেকে খুশির খবর এই যে, ভিসতারায় টিকিট কাটার জন্য আপনি পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন। তবে ২৪ নভেম্বর পর্যন্তই তা গ্রাহ্য হবে।

পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যবহারের দারুন সুযোগ করে গিয়েছে ভিসতারা। সঙ্গে কাছে পিঠে বেড়ানোও হয়ে যাবে। ভিসতারার পুরো বিমান ভাড়ার তালিকাটি দেখে নিন-

.