নিজস্ব প্রতিবেদন: রাজ্যবাসীকে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোট-পরবর্তী হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি (CID)। ধৃতদের মধ্যে একজন আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে ভোট মেটার পর বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটছে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এমনকী, রেহাই পাননি কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনও। মেদিনীপুরে তাঁর গাড়িতে কাঠ, ইঁট, বাঁশ আঘাতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। দ্রুত রিপোর্ট চেয়ে কড়া চিঠি পাঠানোই শুধু নয়, পরিস্থিতি খতিয়ে দেখতে যখন রাজ্য এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, তখন ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্টের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি।


আরও পড়ুন: কোভিড বিধি শিকেয়, ভ্যাকসিনের লম্বা লাইনের ভিড়ে বাড়ছে সংক্রমণের আশঙ্কা


সিআইডি সূত্রে খবর, ধৃতেরা হল অর্ঘ্য সাহা ও আকাশ মণ্ডল। অর্ঘ্যের বাড়ি সোনারপুরের নতুনপল্লীতে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগে এই পড়য়াটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সদস্য। আর দেগঙ্গার বাসিন্দা আকাশ ইঞ্জিনিয়ারিং-র ছাত্র। সে বিজেপি সমর্থকর।


বুধবার শপথ নেওয়ার পর নবান্নে সাংবাদিক সম্মেলনে শান্তিরক্ষার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, 'কয়েকটা ঘটনা ঘটেছে। সব সত্য নয়। ভুয়ো ঘটনা দেখাচ্ছে বিজেপি। বিজেপির ভুয়ো ঘটনায় বিশ্বাস করবেন না'। তাঁর কথায়, 'এসপি ও ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনও ঘটনা সহ্য করব না। দেখতে পাচ্ছি, বিজেপি যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার হচ্ছে'। ভুয়ো পোস্টের অভিযোগে এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে ২ জনকে গ্রেফতার করল পুলিস।