নিজস্ব প্রতিবেদন:   ইউটিউবের জন্য আগমনির শুট করতে গিয়ে বিপত্তি। জোয়ারের টানে গঙ্গায় তলিয়ে গেল দুই বন্ধু। সকালে একজনের দেহ উদ্ধার। এখনও নিখোঁজ এক।  বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: যুবককে বেধড়ক মেরে পুড়িয়ে দেওয়ার নিদান মোড়লদের!


 নিজেরাই একটা শর্ট ফিল্ম বানাতে চেয়েছিলেন রাহুল মণ্ডল, আর্য কর সহ চার কিশোর।  চারবন্ধু মিলে গঙ্গার ঘাটে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুই ছাত্র জলে নেমে স্নান করছিল।  মোবাইলে স্নানের দৃশ্য তুলতে থাকে বাকি দুজন। আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা ওই দুই ছাত্রকে  পাড় থেকে বেশি দূরে যেতে বারণ করেন। কিন্তু তারা শুনতে পায়নি।  হঠাত্ই ঢেউয়ে ছিটকে পড়ে তারা।    পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন চেষ্টা করলেও জলের তোড়ে অনেক দূরে চলে যায় ওই দুই কিশোর। খবর দেওয়া হয় পুলিশে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দু’‌জনের দেহের সন্ধান শুরু করে।


আরও পড়ুন: জুতোর মধ্যেই ছিল আসল জিনিস, জেলারের হাতে ধরা পড়লেন জেলারই ওয়ার্ডেন


রাহুলের দেহ উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু  খোঁজ মিলছিল না আরিয়ান কর নামে আরও এক কিশোরের।  শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতুর কাছ থেকে তারও দেহ উদ্ধার হয়। এলাকায় শোকের ছায়া।