#উৎসব: জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
সংক্রমণ যাতে না ছড়ায় এ জন্য় সমস্ত মণ্ডপ উন্মুক্ত রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। সারা রাজ্যে এই পুজো আয়োজিত হলেও হুগলির চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর রমরমা বেশি। এবার সেখানকার পুজো উদ্বোধনও হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাতে।
ব্রাহ্মণপাড়া জাগরণী জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো এবার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ কলকাতা থেকে এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতে। জাগরণী সঙ্ঘ অন্য বছরগুলিতে নানারকম মণ্ডপ উপহার দেয়। তবে এবার মণ্ডপ-ভাবনায় করোনাবিধিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শকদের মণ্ডপের ভিতরে প্রবেশ করার দরকার হবে না। বাইরে থেকেই প্রতিমা দর্শন করা যাবে। তা ছাড়া সংক্রমণ যাতে না ছড়ায় এ জন্য় সমস্ত মণ্ডপটি উন্মুক্ত রাখা হয়েছে।
আরও পড়ুন: #উৎসব: রাতের বিধিনিষেধে ছাড়, Jagadhatri Puja-তে উঠল নাইট কার্ফু
মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হওয়ার পরে আজ থেকেই এই প্রতিমা দর্শন করতে পারবেন সাধারণ মানুষ। চিরাচরিত ঐতিহ্য মেনেই প্রতিমার গায়ের ডাকের সাজ, যা সকলের নজর কাড়বে।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: #উৎসব: বাগবাজারের জগদ্ধাত্রী পুজো এবার রুফটপ গার্ডেনে