অয়ন ঘোষাল: এ যেন রাজ্যের দুই বন্দে ভারতের মধ্যে ফার্স্ট বয় আর সেকেন্ড বয় হওয়ার প্রতিযোগিতা। এ বলে আমায় দেখ। ও বলে আমায়। পুজোয় বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং ভ্রমণের চেনা ছক ভেঙে এবার শুধুই বন্দে ভারতে চড়ে বেড়াতে যাওয়ার অস্বাভাবিক ক্রেজ। যার জেরে হাউসফুল হয়ে ওয়েটিং লিস্ট-ও উপচে পড়ে এখন কার্যত নো-রুম (টিকিট ইস্যু করা বন্ধ) অবস্থা রাজ্যের দুই রেল জোন-এর ২ সেমি বুলেট ট্রেনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিধানসভায় মুখোমুখি হাসিমুখে নওশাদ-শওকত, বড় দাদাকে কী বললেন ভাঙড়ের বিধায়ক?  


পুরী যাওয়ার ট্রেনের অভাব নেই। নীলাচল আছে, ভুবনেশ্বর জন শতাব্দী আছে, পুরী এক্সপ্রেস, গরিব রথ, জগন্নাথ, সবই আছে। কিন্তু পুজোর ভ্রমণে সবাই যেন হামলে পড়েছেন বন্দে ভারতে। পরিণতি, পুজোর সপ্তমী থেকে দশমী, হাওড়া পুরী বন্দে ভারতে প্রায় নো রুম দশা। 


২২৮৯৫ হাওড়া পুরী বন্দে ভারত


সপ্তমী ২১ অক্টোবর


চেয়ারকার ওয়েটিং লিস্ট ১১২, এক্সিকিউটিভ কার ওয়েটিং লিস্ট ৩১


অষ্টমী ২২ অক্টোবর


চেয়ারকার ওয়েটিং লিস্ট ৪৯, এক্সিকিউটিভ কার ওয়েটিং লিস্ট ১২


নবমী ২৩ অক্টোবর


চেয়ারকার ওয়েটিং লিস্ট ৫২, এক্সিকিউটিভ কার ওয়েটিং লিস্ট ১৭


দশমী ২৪ অক্টোবর (যা আজ সকাল ৮ টায় ওপেন হয়েছে)


চেয়ারকার ওয়েটিং লিস্ট ৪, এক্সিকিউটিভ খালি (উপলব্ধ) ৪৩


এবার আসা যাক উত্তরবঙ্গের বন্দে ভারতের কথায়।


পরিসংখ্যান


২২৩০১ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত


সপ্তমী ২১ অক্টোবর


চেয়ারকার ওয়েটিং লিস্ট ৩৫০, এক্সিকিউটিভ ওয়েটিং লিস্ট ৬৯


অষ্টমী ২২ অক্টোবর


চেয়ারকার ওয়েটিং লিস্ট ১৭৩, এক্সিকিউটিভ ওয়েটিং লিস্ট ২৯


নবমী ২৩ অক্টোবর


চেয়ারকার ওয়েটিং লিস্ট ১৮৫, এক্সিকিউটিভ ওয়েটিং লিস্ট ১০


দশমী ২৪ অক্টোবর (আজ সকাল ৮ টায় বুকিং ওপেন হয়েছে )


চেয়ারকার ওয়েটিং লিস্ট ৪০, এক্সিকিউটিভ ওয়েটিং লিস্ট ১২


কেন এই মারাত্মক ক্রেজ? মধ্যবিত্ত পর্যটকের সাধ্যের মধ্যে সেমি বুলেট ট্রেনেই এবার পুজো ভ্রমণে যেতে মরিয়া বাঙালি। সঙ্গে সুস্বাদু খাবার এবং সময়ে পৌছে যাওয়ায় গ্যারান্টি। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের হাতে আসা দুটি বন্দে ভারতকে খুব অল্প দিনের মধ্যে অসম্ভব জনপ্রিয় করে তুলেছে। পশ্চিমবঙ্গ ২টি বন্দে ভারত পাওয়ার পর এটিই প্রথম দুর্গাপুজো বুকিং। তাই এই আকাশ ছোঁয়া চাহিদা প্রত্যাশিত ছিল বলে মনে করছেন রেল কর্তারা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)