নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপিংয়ের অভিযোগে অবশেষে দায়ের হল মামলা। অভিযোগ জানানো হয় কালীঘাট থানায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজডাঙার বাসিন্দা এক মহিলা তৃণমূলকর্মী কালীঘাট থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ১৬ এপ্রিল অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায় একটি অডিয়ো টেপ চালান।


আরও পড়ুন: West Bengal Assembly Election 2021:বিরাট Scam; CID তদন্ত হবে, আমার ফোন কে ট্যাপ করেছে জানতে চাই


সেখানে শীতলকুচি-কান্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং শীতলকুচির (sitalkuchi) তৃণমূলপ্রার্থী পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথন শোনা যায়। যে টেপটি অসম্পূর্ণ। মূল অংশ থেকে কেটে নেওয়া একটি বিশেষ অংশই শোনানো হয়। তাঁর অভিযোগ, এভাবে কারও ফোনালাপ ট্যাপ করা এবং তার অংশবিশেষ শুনিয়ে কাউকে প্রভাবিত করার চেষ্টা অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া এই কাজ অন্যায়। এরই জন্য তিনি থানায় অভিযোগ জানান। অভিযোগের বয়ানে অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়-সহ আরও কয়েকজন বিজেপি কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। 


ওই তৃণমূলকর্মীর অভিযোগের ভিত্তিতেই Indian telegraphic act and information technology act এবং IPC-এর একাধিক ধারায় এই মামলা রুজু করা হয়। পুলিস তদন্ত শুরু করেছে। 


আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: 'অন্যায় তো কিছু বলিনি', শীতলকুচিকাণ্ডে অডিয়ো টেপ নিয়ে সরব Mamata