নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। তবে টালিগঞ্জেও কি প্রার্থী হতে পারেন মমতা? ঠাট্টার ছলে এই জল্পনাই উস্কে দিলেন তৃণমূল নেত্রী।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন ধরে ধরে ২৯৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণ ২৪ পরগনার তালিকা পড়ার সময় নেত্রী বলেন, 'টালিগঞ্জে অরূপ বিশ্বাস।' একটু থেমেই যোগ করেন, 'আমিও দাঁড়াতে পারি।'      


এ দিনই মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) ঘোষণা করেছেন,'আমি নন্দীগ্রামেই লড়ছি। কথা দিলে কথা রাখি। ভবানীপুরে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।' বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন,'দু'জায়গায় দাঁড়াতে দেব না। আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে।' মমতাও একটি কেন্দ্রেই প্রার্থী হয়েছেন। তবে টালিগঞ্জ নিয়ে তাঁর মন্তব্যে শুরু হয়েছে জল্পনা। তবে কি আর একটি বিকল্পও হাতে রাখছেন মমতা? উঠছে প্রশ্ন।


মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুঁশিয়ারি দিয়েছেন,'আপনি শুধু নন্দীগ্রামে দাঁড়ান। গণনার দিন আপনি হেরে যাবে। মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাঁটি।'  


আরও পড়ুন- WB Assembly Election 2021 : Sovan দাঁড়াক আর যে-ই দাঁড়াক, Behala Purba-এ ১০০ শতাংশ জিতব আমি : Ratna