নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় লড়াইয়ের ময়দানে যেসব বিধায়ক রয়েছেন তাদের মধ্য়ে সম্পত্তি সবচেয়ে বেশি কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। উল্টোদিকে সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে পাঁশকুড়ার সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি শেখের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভোটগ্রহণের আগে ৫ জেলায় বাইক মিছিল নিষিদ্ধ করল Election Commission


নির্বাচন কমিশনে(Election Commission) দেওয়া হলফনামা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ২০১৬ সালের তুলনায় অনেকটাই কমেছে। অন্য়দিকে, ২০১৬ সালের সঙ্গে তুলনা করলে ইব্রাহিম আলি শেখের সম্পত্তি বেড়েছে ২১৪১.৪৮ শতাংশ।


অন্যদিকে, প্রথম দুদফার প্রার্থীদের মধ্যে সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের(Bharati Ghosh)। এমনই একাধিক তথ্য প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ নামে একটি সংগঠন। বুধবার কলকাতা প্রেস ক্লাবে প্রার্থীদের সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারী মামলা সংক্রান্ত এই তথ্য প্রকাশ করে ওই সংস্থা।


আরও পড়ুন- Mamata-কে ব্ল্যাকমেল করেছেন Anubrata, বিস্ফোরক Firhad


দ্বিতীয় দফায় যেসব প্রার্থী লড়াই করছেন তাদের বিরুদ্ধে মামলা


বিজেপির(BJP) ৩০ প্রার্থীর মধ্যে ১৬ জন, তৃণমূলের(TMC) ৩০ জনের মধ্যে ৫ জন, সিপিএমের(CPM) ১৫ জনের মধ্যে ৬ জন, কংগ্রেসের(Congress) ৯ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। হলফনামায় এমনটাই ঘোষণা করেছেন তাঁরা।


দ্বিতীয় দফার প্রার্থীদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা।


এই দফার প্রার্থীদের মধ্যে-


৫ কোটিরও বেশি সম্পদ রয়েছে ৮ জনের।


২-৫ কোটি টাকার সম্পত্তির মালিক ৯ জন।


৫০ লাখ থেকে ২ কোটির মালিক ৪১ জন।


১০ লাখ থেকে ৫০ লাখ টাকার মালিক ৫৪ জন।


১০ লাখের থেকে কম টাকার মালিক ৫৯ জন।


দ্বিতীয় দফার ১৭১ জন প্রার্থীর মধ্যে ২৬ জন কোটিপতি। এর মধ্যে তৃণমূলের ১১ জন, বিজেপির ১০ জন ও কংগ্রেসের ২ জন।


সর্বোচ্চ ৩ ধনী প্রার্থী


১. ভারতী ঘোষ, ১৯ কোটি (ডেবরা, বিজেপি)


২. দীপঙ্কর জানা, ১৪ কোটি (কাকদ্বীপ, বিজেপি)


৩. অনুপ চক্রবর্তী, ৮ কোটি (তালডাংরা) 


সবচেয়ে কম সম্পত্তির মালিক


সাধন চট্টোরাজ, ৫০০ টাকা (বিএসপি)


শিক্ষাগত যোগ্যতা


৬৩ জনের শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে ১২ শ্রেণি পর্যন্ত।


১০১ জন স্নাতক।


২ জনের ডিপ্লোমা রয়েছে।


৪ জন শুধুমাত্র সাক্ষর।