নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিধানসভা এলাকার সার্ভে পার্ক থানা ঘেরাও করল সিপিএম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (sujan chakraborty) পোলিং এজেন্ট সুব্রত দাশগুপ্তের সহকারী গোপাল দে'র সন্তোষপুর জোড়াব্রিজের কাছে ফুটপাতে চা-পানের একটি গুমটি ছিল। যাদবপুর (jadavpur) অঞ্চলে ভোট ছিল ১০ এপ্রিল। ১১ এপ্রিল গোপাল দের ওই দোকানে আগুন লাগে। গোপাল ও তার লোকজনের অভিযোগ, দোকানটিতে আগুন লাগিয়েছে তৃণমূলই।


কেন তিনি এরকম অভিযোগ করছেন?


আরও পড়ুন: West Bengal Election 2021: পঞ্চম দফায় অশান্তি বুথের ভিতরেও! বরানগরে 'আক্রান্ত' বিজেপি কর্মী


অভিযোগ, ভোটের দিনে এই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা স্থানীয় তৃণমূলনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় সুজনের পোলিং এজেন্ট হিসাবে কাজ করার জন্যে গোপালকে হুমকিও দেন! ফলে এই আগুন লাগানো সেই আক্রোশেরই জের বলে তাঁদের অভিযোগ। থানায় অভিযোগও জানিয়েছিলেন গোপাল। কিন্তু তাঁদের আরও অভিযোগ, পুলিস এক্ষেত্রে পুরোপুরি নিষ্ক্রিয়। 


এই পুলিসি নিষ্ক্রিয়তার প্রতিবাদেই আজ রবিবার বেলার দিকে সার্ভে পার্ক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিপিএম কর্মীরা। ৪ জনের একটি প্রতিনিধিদল এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখাও করেন। তবে সেখানে কোনও সুরাহা হয়নি বলেই জানিয়েছেন প্রতিনিধিদল। তাই বিষয়টি নিয়ে তাঁরা এবার আদালতেও (court) যাবেন বলে হুমকি দেন।


আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ, চপার নিয়ে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে