WB assembly election 2021 : `আক্রান্ত` সুজাতা, `কেন্দ্রীয় বাহিনী BJP ক্যাডারের মত কাজ করছে`, কমিশনে অভিযোগ TMC-র
সুজাতা দাবি করেছেন, `ঘটনাস্থলে পৌঁছতেই একে মেরে দে একে মেরে দে বলে তেড়ে আসে বিজেপি লোকেরা।`
নিজস্ব প্রতিবেদন : সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণে বাধা দিচ্ছে বিজেপি। হিংসায় মদত দিচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়াকে 'ম্যানিপুলেট' করছে। বিজেপি ভয় পেয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির ক্যাডারের মত কাজ করছে। আইন-শৃঙ্খলা কোথায়? আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ আক্রান্ত হওয়ার ঘটনায় এভাবেই কড়া ভাষায় মেল করে কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। একইসঙ্গে, কেন্দ্রীয় বাহিনীতে অমিত শাহ-র 'পেটোয়া'দের কেন সরানো হচ্ছে না? প্রশ্ন তুলেছে তৃণমূল। তোপ দেগেছে, কমিশন বিজেপির 'ফোর্স' হয়ে কাজ করতে পারে না। সুজাতা মন্ডল খাঁ আক্রান্ত হওয়ার ঘটনায় অবিলম্বে বিজেপি দুষ্কৃতীদের চিহ্নিকরণ দাবি জানিয়েছে তৃণমূল।
সুজাতা মন্ডল খাঁর অভিযোগ, তাঁকে খুনের চেষ্টা করেছে বিজেপি কর্মীরা। আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের ওই কেন্দ্রে বুথ দখল করেছিল বিজেপি। তিনি খবর পেয়ে সেখানে যান। তারপরই তাঁর উপরে হামলা করে বিজেপি কর্মীরা। তাঁর প্রাণনাশের চেষ্টাও হয়েছে। সুজাতা বলেন, "ঘটনাস্থলে পৌঁছতেই একে মেরে দে একে মেরে দে বলে তেড়ে আসে বিজেপি লোকেরা।" তাঁর আরও অভিযোগ,"পুলিস বিজেপির হয়ে ভোট করাচ্ছে। এলোপাথাড়ি চেলা কাঠ দিয়ে মেরে আমরা মাথা ফুলিয়ে দিয়েছে।" উল্লেখ্য, চেলা কাঠ নিয়ে চাষের ক্ষেতের উপর দিয়ে সুজাতা মন্ডলকে তাড়া করার ছবি সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের মহল্লাপাড়ায় ২৬৩ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ ও তাঁর এজেন্ট আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। মেরে সুজাতা মন্ডল খাঁয়ের পোলিং এজেন্টের মাথাও ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।