কমলাক্ষ ভট্টাচার্য: বাংলা নববর্ষের অনুষ্ঠানে একেবারে বাঙালি লুকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাংলায় শুভেচ্ছা জানলেন রাজ্যপাল। পাশাপাশি তাঁর গলায় উঠে এলে জয় পশ্চিমবঙ্গ ধ্বনি। একসময় তাঁর মুখে জয় বাংলা মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার তা একটু বদল করে নিলেন রাজ্যপাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সিবিআই নজরে নলহাটির তৃণমূল নেতা, কে এই বিভাস অধিকারী?


রাজ্যপাল আজ তাঁর বাংলা ভাষণে বলেন, শুভ নববর্ষ। আমি বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি। নেতাজি সুভাষ চন্দ্র বোসকে সম্মান জানাই। স্বামী বিবেকানন্দকে সম্মান করি, সত্যজিত্ রায়কে শ্রদ্ধা করি। বাংলা আমার দ্বিতীয় বাসভূমি। বাংলার পুত্র রূপে পরিচিত হতে চাই। আমার রক্তে, আমার হৃদয়ে বাংলাকে স্বীকার করব। পবিত্র বাংলার অঙ্গ হতে চাই। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞাণ যেথায় মুক্ত। জয় পশ্চিমবঙ্গ। জয় হিন্দ।


শনিবার বাংলা নববর্ষে একেবারে ধোপদুরস্ত বাঙালি সাজে অন্যরকম ভাবে রাজভবনে অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর রচিত কবিতা ইংরেজি ও বাংলায় অনুবাদ পাঠ করা হয়। তাঁর রচিত একটি প্রার্থনা মন্ত্রী পাঠ করেন শিল্পী ঊষা উথুপ। সবাইকে চমকে দিয়ে বাংলা ভাষণ দেন রাজ্যপাল। বলেন বাংলা তাঁর দ্বিতীয় বাসভূমি।


রাজ্যপালের জয় পশ্চিমবঙ্গ বলা নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তাঁর হাতেখড়ির সময় জয় বাংলা বলাতে বেশ বিতর্ক হয়েছিল। তারপর সেই জয় বাংলার পরিবর্তে জয় পশ্চিমবঙ্গ বলে উল্লেখ করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)