নিজস্ব প্রতিবেদন: জ্বরে কাহিল শিশুরা। জলপাইগুড়িতে একজন মারা গিয়েছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিলিগুড়িতে। এমনকী, খাস কলকাতায়ও পরিস্থিতি তথৈবচ। কেন এই অসুস্থতা? কীভাবেইবা চিকিৎসা হবে? বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্যভবন। এই কমিটিতে থাকছেন সৌমিত্র ঘোষ, মিহির সরকার, ভাস্বতী ব্যনার্জী, বিভূতি সাহা, মৌসুমি নন্দীর মতো মেডিসিন, শিশুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট এবং ভাইরোলজিস্টরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার রাতে জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ১৩০ জন শিশু। তাদের মধ্যেই একজন মারা যান এদিন সকালে। কীভাবে মৃত্যু? তা জানার চেষ্টা চলছে। শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে কলকাতায়। শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে কমপক্ষে ৭০ জন শিশুর। ভিড় উপচে পড়ছে হাসপাতালে আউটডোরেও। 


আরও পড়ুন: Siliguri: জ্বর-সর্দি-কাশি নিয়ে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি ৭০ শিশু, আউটডোরেও বাড়ছে ভিড়


কেন হঠাৎ করে জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা? চিকিৎসকরা জানিয়েছেন, যারা হাসপাতালে আসছে, তাদের প্রায় সকলেরই প্লেটরেট দ্রুত নেমে যাচ্ছে। অথচ ডেঙ্গি, এমনকী করোনা টেস্টে রিপোর্টও নেগেটিভ আসছে। তাহলে? রোগের উৎস সন্ধানে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ সোমবার সেই বিশেষজ্ঞ কমিটির ৫ সদস্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে এসেছিলেন। এবার রাজ্যস্তরেও বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)