নিজস্ব প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই নম্বর কম দেওয়া বা ফেল করিয়ে দেওয়ার অভিযোগে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। অধিকাংশ জায়গায় দাবি উঠছে ফলাফল রিভিউ করার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'নিয়োগ দিন, নাহয় স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন', বালিগঞ্জে বিক্ষোভ Tet উত্তীর্ণদের


এই সমস্যা সমাধানে ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতরের তরফে প্রতিটি জেলার ডিএমদের উদ্যোগ নিতে বলা হয়েছে। এর পাশাপাশি অসন্তোষ মেটাতে বুধবার নয়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যামিক শিক্ষা সংসদ।


সংসদের(WB HS Council) তরফে সভাপতি মহুয়া দাস বুধবার রিভিউ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে-


## ফলাফল রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৩০ জুলাই পর্যন্ত। তার পরে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।


## স্কুলগুলি পড়ুয়াদের একাদশ শ্রেণির যে নম্বর আগে জমা দিয়েছে সেগুলিই বিবেচনা করা হবে। নতুন করে কোনও নম্বর বিবেচনা করা হবে না।


## শুধুমাত্র আবেদনকারীদের মাধ্যমিক ও একাদশ শ্রেণির যে নম্বর সংসদে রয়েছে সেই নম্বরের ভিত্তিতেই রিভিউ করা হবে।



আরও পড়ুন-'বৈঠকের ইতিবাচক ফল ভবিষ্যতে,' Sonia-র সঙ্গে বৈঠকের পর জোট-ইঙ্গিত Mamata-র


## যেসব অকৃতকার্য পড়ুয়া ইতিমধ্যেই পরিমার্জিত মার্কশিট পেয়েছে বা পাবে তাদের আবেদন আর নতুন করে গৃহীত হবে না।


## রিভিউয়ের আবেদনের ভিত্তিতে ফলাফল প্রকাশিত হবে সেটাই চূড়ান্ত।


## পরিস্থিতি অনুকুল হলে ফলাফলে অসন্তুষ্ট পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে।


 (Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)