নিজস্ব প্রতিবেদন: বছরের প্রথম দিন ঝলমলে থাকবে না। মেঘলা আকাশ আর নাগাড়ে বৃষ্টিতেই এবার বর্ষবরণ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।  তবে বছরের শেষটা জমিয়ে ঠান্ডা পড়বে পশ্চিমের জেলায়। উত্তরে রয়েছে শৈত্য প্রবাহের সম্ভাবনা । পশ্চিমি ঝঞ্ঝার জেরেই ফের বছর শুরুতে বৃষ্টির আগমন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছরের শেষটা একটু একটু কুয়াশাঢাকা। মেঘলা।  মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি। এভাবেই এগিয়ে চলেছে ক্যালেন্ডার।  কখনও পারদ নামছে আবার কখনও পারদ চড়ছে। কখনও হাল্কা সোয়েটারেই কাজ হচ্ছে। আবার কোনও দিন হিমেল হাওয়ার কাঁপুনিতে আড়মোড়া ভাঙছে শহর। বড়দিনের পর বৃষ্টিতে ভিজেছে শহর। তারপরেই নেমেছে উষ্ণতার পারদ। শুক্রবারও দিনভর মেঘলা। শনিবার কিন্তু ঝলমলে আকাশ। ফের জাঁকিয়ে ঠান্ডা। পূর্বাভাস হাওয়া অফিসের।



আরও পড়ুন- নাগরিকত্ব সংশোধনীর মিছিলে গিয়ে মানি ব্যাগ, মোবাইল সাফ, গ্রেফতার অভিযুক্ত


রবিবারও জাঁকিয়ে ঠান্ডা থাকবে। পারদ থাকবে এগারোর কাছাকাছি।তবে নতুন বছরের শুরুটা ঝলমলে নয়, বর্ষবরণ হবে মেঘ-বৃষ্টির খেলায়। পশ্চিমের জেলাতেও এখন জমিয়ে ঠান্ডা থাকবে। রয়েছে শৈত্য প্রবাহের সম্ভাবনা।  পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে শনিবার দিনভর কনকনে ঠান্ডা।