নিজস্ব প্রতিবেদন: দক্ষিণবঙ্গে বর্জ্রবিদ্যুত্-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গ্রীষ্মে এই সময় জালীয় বাষ্প থেকে তৈরি হয় মেঘপুঞ্জ। তার জেরেই কালবৈশাখীর আবির্ভাব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, জঙ্গলমহল লাগোয়া এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সাড়ে সাতটার পর থেকে বর্জ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। ধেয়ে আসতে পারে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কারণ, মেঘপুঞ্জ অতটা শক্তিশালী নয়। 


দিন কয়েক আগেই প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছিল গোটা শহর। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছিল। শহরের নানা প্রান্তে ভেঙে পড়েছিল বড় বড় গাছ। 


আরও পড়ুন- প্রকাশ্যেই তরুণী পোশাক ছেঁড়ার চেষ্টা, ভাইরাল ভিডিও