নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা নির্বাচনের আগে সরকারের ওপর চাপ বাড়তে এবার তত্পর কংগ্রেসও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar)সঙ্গে সাক্ষাত করে নির্বাচন সুষ্ঠুভাবে করতে একাধিক পদক্ষেপ নেওয়ার আবেদন করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। কংগ্রেস নেতার বিভিন্ন দাবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন রাজ্যপাল ধনখড়।




আরও পড়ুন-ভবানীপুরে হারবেন তাই নন্দীগ্রামে লড়তে চাইছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা বাম-কংগ্রেসের 


রাজ্যপাল টুইট করেছেন, মান্নানের দাবি, নির্বাচনের আগে রাজ্যের যেসব আধিকারীকদের নির্বাচন কমিশন(ECI) সরিয়ে দিয়েছিল তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের এডিজির(আইন-শৃঙ্খলা) বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা।


রাজ্যের প্রশাসনের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ বারবারই তুলেছেন রাজ্যপাল। তিনি বারবারই বলেছেন, প্রশাসন যদি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয় তাহলে তা গণতন্ত্রণের জন্য মহা বিপদ।


আরও পড়ুন-ভবানীপুরে পাল্টা চমক দেবে BJP: Samik, এটা Mamata-র হার স্বীকার : Sujan


মান্নানের দাবি কথা উল্লেখ করে রাজ্যপাল টুইট করেছেন, 'রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সমস্থ অবসরপ্রাপ্ত OSD-দের সরাতে হবে। কারণ তাঁরা রাজনৈতিক পক্ষপাতিত্ব করেন। পাশাপাশি, ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের(Civic Volunteers) রাখা যাবে না। এনিয়ে নির্বাচন কমিশনকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে।'