West Bengal Covid Restriction: সোমবার থেকেই রাজ্যে বন্ধ হচ্ছে কোন কোন পরিষেবা? কোথায় কী নিয়মবিধি? রইল তালিকা
নবান্ন থেকে ঘোষিত হল কঠোর বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। এই অবস্থায় ফের রাজ্যজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করল সরকার। রবিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে একাধিক নিয়ম ঘোষণা করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ৩ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে কার্যকর হবে সমস্ত নিয়ম।
সরকারের নির্দেশে সোমবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয়। তবে চালু থাকবে ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। তবে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। মেট্রোও চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। দূরপাল্লার ট্রেনের নিয়মে পরিবর্তন নয়। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নাইট কার্ফু। কেবল জরুরি পরিষেবায় ছাড়। সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ। সপ্তাহে কেবল দু'দিন অর্থাৎ সোম এবং শুক্রবার মুম্বই ও দিল্লির থেকে কলকাতার মধ্য়ে বিমান পরিষেবা চলবে।
সংক্রমণ এড়াতে সোমবার থেকে শপিং মল, বার, সিনেমা হল, রেস্তোরাঁ রাত ১০টা পর্যন্তই খোলা থাকবে। সবেতেই ৫০ শতাংশ মানুষের প্রবেশাধিকার। সুইমিং পুল, বিউটি পার্লার, স্পা, জিম বন্ধ থাকবে। চিড়িয়াখানা, বিনোদন পার্ক, পর্যটন কেন্দ্রগুলোও বন্ধের নির্দেশ। সোমবার থেকে ৫০ জনকে নিয়ে করতে হবে ধর্মীয়, সামাজিক এবং বিয়ের অনুষ্ঠান। শেষকৃত্য ২০ জনকে থাকার অনুমতি। ২০০ জনের বেশি লোক নিয়ে মিটিং, কনফারেন্স করা যাবে না। করোনাবিধি মেনে হোম ডেলিভারি চালু থাকবে। ভ্যাকসিনের দুটো ডোজ থাকলে তবেই কারখানা, চা বাগানে কাজের অনুমতি দিয়েছে সরকার।
২ জানুয়ারি থেকে 'দুয়ারে সরকার' ক্যাম্প শুরুর কথা থাকলেও, তা পিছনো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে 'দুয়ারে সরকার' ক্যাম্প। করোনার প্রকোপ বাড়ায় সোমবার থেকে লন্ডনের সমস্ত বিমান বন্ধ করেছে সরকার। একই সঙ্গে করোনার চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে সমস্ত নিয়ম।