ওয়েব ডেস্ক : আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ।  চার জেলার ৬২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়ার পাশাপাশি ভোটগ্রহণ উত্তর কলকাতার ৭ আসনেও। যার মধ্যে রয়েছে কাশীপুর-বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি ও চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে। এই সাত কেন্দ্রই প্রত্যেক দলের কাছেই প্রেস্টিজ ফাইট। মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের অগ্নিপরীক্ষা। জেলার মোট ২২টি আসনে লড়াই। বর্ধামানের ১৬টি আসনে আজ ভোট। চতুর্থ দিনের ভোটে নদীয়ার ১৭টি আসনে ভোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে ভোটের সারাদিন:


 


বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়ল-৭৯.২২ শতাংশ।


কলকাতা উত্তর-৫৭.০৫%


বর্ধমান-৭৮.২৬%


মুর্শিদাবাদ-৭৯.২৯%


নদিয়া-৮১.৬২


কমিশনের দফতরে ২৭৭৭টি অভিযোগ জমা পড়েছে। 


 


  • রেজ্জাক মোল্লার বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের। রূপা গাঙ্গুলির সম্পর্কে কু-মন্তব্যের জেরেই এই নির্দেশ।

  • সুনীল গুপ্তাকে ফোন করে ডোমকল নিয়ে জানতে চাইলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি।


 


  • নিজেই দৌড়ে অভিযুক্তকে ধরেন বাবুল। ঘটনাস্থলে পৌঁছলেন জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী স্মিতা বক্সী। মাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

  • জোড়াসাঁকোর আর্যকন্যা স্কুলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, হাতাহাতি, ধাক্কাধাক্কি বাবুল সুপ্রিয়র।বাবুল সুপ্রিয়কে লক্ষ্য করে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার ১।



  • দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৭.৫৫ শতাংশ। মুর্শিদাবাদ ও বর্ধমানে যথাক্রমে ভোট পড়ল ৭০.৩২ শতাংশ ও ৭০.৫৫ শতাংশ। নদীয়ায় ভোট পড়ল ৬৮.৬২ শতাংশ। কলকাতায় ভোটের হার ৪৯.৪৩ শতাংশ।


 


  • "ডোমকলের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।" সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • সেভেন ট্যাঙ্ক থেকে গ্রেপ্তার আনোয়ার খান। নজরবন্দি অবস্থায় উধাও হয়ে যান তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করে পুলিস।



  • "বোমাবাজিতে নয়, ধারালো অস্ত্রের আঘাতে খুন।" ডোমকলে সিপিআইএম কর্মীর মৃত্যুর ঘটনায় কমিশনকে রিপোর্ট পুলিস সুপারের।

  • মানিকতলায় ১১ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ। একই ব্যক্তির দুবার ভোট দেওয়ার অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে বাহিনীর লাঠিচার্জ।


 


  • নদীয়ার ধারাপুরে বোমাবাজি। সন্ত্রস্ত ভোটাররা।

  • নদীয়ার করিমপুরে সিপিআইএম-তৃণমূল কংগ্রেস সংঘর্ষ। লাঠির ঘায়ে মাথা ফাটল ৮০ বছরের বৃদ্ধা সালিয়া বেগমের।

  • দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৭.২১ শতাংশ। ভোটের হার নদীয়ায় ৬০.০৭ শতাংশ, উত্তর কলকাতায় ৪৪.১৪ শতাংশ, বর্ধমানে ৫৮.৭৪ শতাংশ, মুর্শিদাবাদে ৫৮.০৬ শতাংশ।

  • বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তৃণমূল এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।


 


  • ভোট দিতে যাওয়ার পথে নদীয়ায় ফের আক্রান্ত ভোটার। কল্যাণীর বিবেকানন্দ কলোনির বাসিন্দা কালনা পলিটেকনিক কলেজের শিক্ষককে মেরে ভেঙে দেওয়া হল হাত।



  • নগরপালের নির্দেশে আনোয়ারের বাড়িতে গেল পুলিস। বাড়িতে নেই আনোয়ার। পুলিসের নজরবন্দি অবস্থাতেই উধাও আনোয়ার।



  • কাশীপুরের তৃণমূল নেতা আনোয়ারের কমিশনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের। আনোয়ারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ কমিশনের। 

  • সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল মোটের উপর ৩৯.৭৬%। ভোটের হার মুর্শিদাবাদে ৪২.৯৯%, নদীয়ায় ৪০.৭৮%, কলকাতায় ৩২.৭১%, বর্ধমানে ৩৩.৩৩%। 

  • ভোট দিলেন বিমান বসু।


 


  • ডোমকলের দক্ষিণপাড়ায় গুলিবিদ্ধ ২ সিপিএম কর্মী রিন্টু মণ্ডল, আখতারউল ও তৃণমূল কর্মী শরিফুল ইসলাম।

  • ডোমকলের গরাইমারায় মোমমিনপুর গ্রামে ছাপ্পা ভোটের অভিযোগ। গ্রামবাসীদের বুথ পর্যন্ত যেতে না দেওয়ার অভিযোগ।



  • সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৮.২৯% । কলকাতায় ১৪.৭১%, মুর্শিদাবাদে ২০.৫৩%, বর্ধমানে ১৭.০১%, নদীয়ায় ১৮.০৯%।

  • ডোমকলে সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী কামরুজ্জমান।

  • নদীয়ার চাকদায় ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত শিক্ষক দম্পতি। মারের চোটে ফেটে যায় আঙুল।


 


  • কেতুগ্রামে সিপিআইএম কর্মী লাল চৌধুরীকে মারধরের অভিযোগ।

  • কুলসোনা গ্রামে ভোট স্থগিত রাখার দাবি গ্রামবাসীদের। দাবি মানতে নারাজ ভোটকর্মীরা। পুলিসের সঙ্গে গ্রামবাসীদের বচসা, মারামারি, ধস্তাধস্তি।

  • বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে ১৬৭, ১৬৮, ১৬৯ বুথে উত্তেজনা। ভোটারকে মারধরের অভিযোগ। জখম ১ ভোটার। ঘটনাস্থলে কমিশনের পরিদর্শক।


 


  • নদীয়ার সগুনায় বুথের বাইরে উদ্ধার বোমা। বুথের ৫০ মিটারের মধ্যে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বোমা।



  • জোড়াসাঁকোতে বহিরাগতদের মেরে তাড়াল পুলিস।



 


  • বর্ধমান দক্ষিণ কেন্দ্রে সিপিএম প্রার্থীর এজেন্টদের মেরে বুথের বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

  • বর্ধমান দক্ষিণের ১৫৭ নম্বর বুথে ভিতরে পুলিস, বাইরে সিআরপিএফ।

  • ডোমকলের গড়াইমারিতে আনিসুর রহমানকে নিগ্রহের অভিযোগ।

  • ভোট দিলেন নয়না বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।



 


  • ভোট শুরু হতেই প্রথম ২ ঘণ্টায় ২০০-র উপর অভিযোগ জমা পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন।

  • বেলেঘাটা ৩৫ নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরনিগম প্রাথমিক বিদ্যালয়ে ভুয়ো ভোটার সন্দেহে গ্রেপ্তার ২। হাওড়ার ভোটারকার্ড নিয়ে ভোট দেওয়ার অভিযোগ। সন্দেহজনক গতিবিধির জন্য আটক ৭।

  • ডোমকলে সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন।


 


  • ডোমকলে বিক্ষোভ গ্রামবাসীদের।



  • মুর্শিদাবাদের ডোমকলে ভোটে হিংসার প্রথম বলি সিপিএম কর্মী তহিদুল ইসলাম। শিরপাড়ায় ১৭৩ নম্বর বুথের বাইরে বোমাবাজিতে নিহত হন তিনি। বুথের কাছে চলে গুলিও।



 


  • বেলেঘাটার ৩৩ নম্বর বুথে ভোট করানোর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।

  • ভোট দিলেন সোমেন মিত্র। সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে ভোট দিলেন চৌরঙ্গির কংগ্রেস প্রার্থী।



 


  • বর্ধমানের আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৭ নম্বর বুথে সকাল থেকেই প্রচুর ভোটার।

  • নদিয়ার গয়েশপুরে ২ সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে সিপিএম এজেন্ট সুজিত ঘোষ ও রাখাল শীলকে মারধর করা হয় বলে অভিযোগ।

  • গয়েশপুরের বেশিরভাগ বুথেই বিরোধীরা এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।


 


  • বেলেঘাটায় সিপিএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। রাজা মণীন্দ্র রোডের ২৫১ এবং ২৫২ নম্বর বুথে সিপিএম এজেন্টকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। একজনকে আটক করল পুলিস।



  • কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের সিআইটি গার্লস স্কুলে নিজে বুথে নিয়ে গিয়ে এজেন্টদের বসালেন বামপ্রার্থী। ১৫৮ থেকে ১৬৩, এই পাঁচটি বুথে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

  • বর্ধমানের কেতুগ্রামে হাতমুর গ্রামে বোমাবাজিতে জখম তিন গ্রামবাসী। আহদদের মধ্যে ২ জন সিপিএম কর্মী,একজন তৃণমূল কর্মী। গন্ডগোলের জেরে ঘণ্টাখানেকের জন্য বন্ধ থাকে ভোটদান পর্ব।


 


  • মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আক্রান্ত কংগ্রেস। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সাধন মাল ও বাসু মাল নামে ২ কংগ্রেস কর্মীর। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল।    

  • সকাল ৭টার আগে থেকেই মুর্শিদাবাদে বুথের বাইরে লম্বা লাইন।