West Bengal Election 2021: কয়লা-স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের নির্দেশ দিচ্ছেন TMC নেতারা! পাল্টা Abhishek
কয়লা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীর, তাঁর স্বামী-শ্বশুরকে জেরা করেছে সিবিআই।
নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে ভাইরাল অডিয়ো নিয়ে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সরাসরি নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী ও অমিত মালব্য। সোমবার তার জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য,'বিজেপি বলছে, বেআইনি কয়লা থেকে আয় করেছে তৃণমূল নেতারা। জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কে আটকেছে কেন্দ্রকে?'
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন,'কয়লা খনি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। এবং নিরাপত্তা দায়িত্বে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি মনে করে, বেআইনি কয়লা থেকে তৃণমূল নেতারা লাভ করেছে, তাহলে যারা জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করুক।'
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, 'এটা হাস্যকর। বিজেপির দাবি অনুযায়ী, তৃণমূল নেতাদের নির্দেশ মেনে চলছেন কয়লা ও স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা। নিজেদের বসেদের (পড়ুন মোদী-শাহ) কথা না শুনে! কাকে বোকা বানাচ্ছেন ?'
কয়লা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীর, তাঁর স্বামী-শ্বশুরকে জেরা করেছে সিবিআই। ভোটপ্রচারের শুরু থেকে নাম না করে 'তোলাবাজ ভাইপো' বলে অভিষেককে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী ও অমিত মালব্য (Amit Malviya) অভিযোগ করেন, কয়লাকাণ্ডে ৯০০ কোটি টাকা পেয়েছেন অভিষেক। এ দিন কয়লাকাণ্ডে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েলের ইস্তফা দাবি করেছেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। সেই সুরেই কয়লাকাণ্ডে কেন্দ্রের ব্যর্থতাই তুলে ধরলেন অভিষেক। বোঝাতে চাইলেন, জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যর্থ মোদী সরকার।