BJP-র ভুয়ো ঘটনায় বিশ্বাস করবেন না, তাদের জেতা জায়গায় বেশি অত্যাচার: CM Mamata
অনেক ঘটনাই ভুয়ো বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: ভোটের ফলপ্রকাশের পর শাসক দলের বিরুদ্ধে কর্মী-সমর্থকদের উপরে হামলার অভিযোগ করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বার শপথ নেওয়ার পর হিংসার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, বিজেপি ভুয়ো ঘটনা প্রচার করছে।
এ দিন সাংবাদিক বৈঠকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,''এসপি ও ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনও ঘটনা সহ্য করব না। দেখতে পাচ্ছি, বিজেপি যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার হচ্ছে। যখন অত্যাচার হয়েছে, তখন নির্বাচন কমিশনের আওতায় ছিল। ৩ মাস ধরে পরিস্থিতির অবনতি হয়েছে।''
অনেক ঘটনাই ভুয়ো বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee) । তাঁর কথায়,''কয়েকটা ঘটনা ঘটেছে। সব সত্য নয়। ভুয়ো ঘটনা দেখাচ্ছে বিজেপি। বিজেপির ভুয়ো ঘটনায় বিশ্বাস করবেন না। দু-একটা ঘটনা ঘটেছে। সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব, দয়া করে এসব বন্ধ করুন। নির্বাচনে অনেক অত্যাচার করেছেন। না হলে আইন আইনের পথে চলবে। আমরা সকলে যেন শান্তিতে বাস করতে পারি। কোনও ভাইবোনের উপরে যাতে আঘাত না করা হয়, সেটা দেখতে হবে। কেউ অন্যায় করে থাকলে থানায় যান। পুলিস ব্যবস্থা নেবে।''
আরও পড়ুন- 'আমাদের কথা কখন শুনবেন'! ধরনা মঞ্চে দাবি 'আক্রান্ত' BJP কর্মীদের